পুলওয়ামা এনকাউন্টার!!

পহেলগাঁওয়ে হামলার পর থেকেই জঙ্গলে জঙ্গলে তল্লাশি অভিযান জোরদার করেছে পুলিশ।তার জেরেই প্রতিদিনই চলছে এনকাউন্টার ৷বৃহস্পতিবার ফের পুলিশ ও জঙ্গিদের সংঘর্ষ ৷জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে একটি সংঘর্ষ হয়। পুলিশের দাবি, দক্ষিণ কাশ্মীর জেলার অবন্তীপোরার নাদের ত্রাল এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়। তারপরই নিরাপত্তা বাহিনী সেখানে একটি তল্লাশি ও ঘেরাও অভিযান শুরু করে । টের পেয়ে বাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসীরা অবিরাম গুলি ছুড়লে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। ফলে অভিযান সংঘর্ষে পরিণত হয় ৷ তবে এই সংঘর্ষে হতাহতের কোনো খবর নেই।