August 5, 2025

পুরুষ বিড়াল জন্মদিল মহিলা বিড়াল- হতবাক এলাকাবাসী!!!

 পুরুষ বিড়াল জন্মদিল মহিলা বিড়াল- হতবাক এলাকাবাসী!!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || গত তিন বছর আগে উদয়পুর মহকুমায় দক্ষিন চন্দ্রপুর খিল এলাকার বাসিন্দা অনিল বিশ্বাস একটি পুরুষ বিড়াল নিজ বাড়িতে লালনপালন করার জন্য এনেছিলেন। পরবর্তী সময়ে আরো ও দুইটি পুরুষ বিড়াল এসেছে অনিল বিশ্বাসের বাড়িতে। গত এক মাস আগে অনিল বিশ্বাস দেখেন, একটি পুরুষ বিড়াল গর্ভবতী হয়েছে। স্ত্রী কে বলার পর তিনিও স্বামীর কথা উড়িয়ে দেন। কেননা, এটি একটি অবাস্তব কথা। কিন্তু অনিল বাবুর কথাই অবশেষে সত্যি হলো। গত বূহস্পতিবার হঠাৎ এলাকাবাসী দেখতে পায় পুরুষ বিড়াল টি একটি বাচ্চা প্রসব করেছে। অনিল বিশ্বাস ও উনার সহধর্মিনী কে খবর দেওয়া হয়। তারা এসে দেখে পুরুষ বিড়াল টি বাচ্চা জন্ম দিয়েছে। যে বিড়াল ছানার জন্ম হয়েছে, সেটি আবার মহিলা। হতবাক অনিল বিশ্বাস পশু চিকিৎসক ডা: দীপক মারাক কে খবর দিয়ে বাড়িতে আনেন। তিনিও অবিশ্বাস্য এ কান্ড দেখে হতবাক। এ কেমন ঘটনা!!! আবার পুরুষ বিড়ালটি নিজ শরীর থেকে স্তন্যপান করাচ্ছে বাচ্চাটিকে। পরবর্তী সময়ে অনিল বাবু আরো দুইজন প্রানী সম্পদ দপ্তরের চিকিৎসককে ডেকে আনেন। তারাও এই ঘটনা দেখে বিস্ময় প্রকাশ করে চলে যান। সোমবার সকালে অনিল বিশ্বাসের বাড়িতে গিয়ে দেখা যায় এই পুরুষ বিড়ালটি ও বাচ্চা মহিলা বিড়াল দেখার জন্য মানুষের ভীড়। কিন্তু প্রানী সম্পদ দপ্তরের তিন জন চিকিৎসক আসা সত্ত্বেও কিভাবে একটি পুরুষ বিড়াল বাচ্চা প্রসব করল তা বলতে পারেন নি। বর্তমানে পুরুষ বিড়াল ও শিশু বিড়াল দুজনেই ভালো আছে বলে জানান, বাড়ির মালিক অনিল বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *