August 2, 2025

পিরামিড সফরে প্রধানমন্ত্রী মোদি,ভারত-মিশর একাধিক চুক্তি।

 পিরামিড সফরে প্রধানমন্ত্রী মোদি,ভারত-মিশর একাধিক চুক্তি।

ভারত ও মিশরের মধ্যে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ গড়ে তোলার বিষয়ে দুদেশই অঙ্গীকারবদ্ধ হয়েছে। রবিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মিশরের রাষ্ট্রপতি আবদুল ফাতে-উল- সিসির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশ এমর্মে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে, ভারত ও মিশর স্ট্র্যাটেজিক পার্টনার হিসাবে ভবিষ্যতে কাজ করতে চায়। দুদেশ সিদ্ধান্ত নিয়েছে দুদেশ রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধিতে ভবিষ্যতে কাজ করবে। উল্লেখ্য, বর্তমানে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিশর সফরে রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষ করে গতকালই মিশর গিয়ে পৌঁছান। এ দিন মিশরের রাষ্ট্রপতি সিসির সাথে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আশ্চর্য মিশরের পিরামিডও পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই প্রথম গত ছাব্বিশ বছরে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মিশর সফরে গেলেন। এ দিন ভারতের বিদেশ সচিব বিনয় কোয়াত্রা জানান, ভারত ও মিশরের মধ্যে চারটি মৌ এবং চুক্তি এ দিন স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক চুক্তিটি হলো ভারত ও মিশরের মধ্যে স্ট্যাটেজিক পার্টনারশিপ হিসাবে অঙ্গীকারবদ্ধ হওয়া।চলতি বছরের গোড়াতেই মিশরের রাষ্ট্রপতি সিসি ভারত সফরে এসেছিলেন।তখনই দুদেশের দুই রাষ্ট্রনেতা একান্ত বৈঠক করেছিলেন। এ দিন দুই রাষ্ট্রনেতাই নানা বিষয়ে কথা বলেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবার কথা বলেন। এছাড়া দুই রাষ্ট্রনেতার মধ্যে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা, নিরাপত্তা সংক্রান্ত সহযোগিতা, ব্যবসা, বিনিয়োগ, বিজ্ঞান, পড়াশোনা সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। দুদেশের মানুষের মধ্যে নানা বিষয়ে যাতে নিবিড় যোগাযোগ স্থাপিত হয় এমর্মেও দুদেশ এ দিন গুরুত্ব আরোপ করেছে।স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ছাড়াও দুদেশ এ দিন তিনটি বিষয়ে চুক্তিও করেছে। এগুলি হল কৃষি সহ সহযোগী ক্ষেত্র, বিভিন্ন মনুমেন্টগুলির সংরক্ষণ, প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলিকে
রক্ষা করা ইত্যাদি। এ দিন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আরব দুনিয়ার সবচেয়ে বড় সম্মান ‘অর্ডার অব দ্য নিল’ প্রদান করা হয়।প্রধানমন্ত্রী এ দিন ট্যুইট করে জানান, মিশর সফর আমার কাছে ঐতিহাসিক।আমি চাই ভারত-মিশর সম্পর্ক আগামীদিনে আরও এগিয়ে যাক। দুদেশের মানুষ এতে উপকৃত হোক। প্রধানমন্ত্রী এ দিন আবারও রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছেন।মিশরের মানুষজনকে তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।১৯৯৭ সালের পর এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রনেতা মিশর সফর করলেন। দুদিনব্যাপী সফর শেষ করে রবিবারই দেশের উদ্দেশে রওয়ানা দেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *