August 2, 2025

পিছোলো নবম-দ্বাদশ পরীক্ষা তৃতীয়-অষ্টম নিয়ে সিদ্ধান্ত নেই!!

 পিছোলো নবম-দ্বাদশ পরীক্ষা তৃতীয়-অষ্টম নিয়ে সিদ্ধান্ত নেই!!

অনলাইন প্রতিনিধি:-গত মাসের শেষদিকে ভয়াবহ বন্যার কবলে পড়ে গোটা রাজ্যের জনজীবন এক প্রকার অবরুদ্ধ হয়ে পড়েছিল।বন্যার কবলে প্রভাবিত হয়েছে রাজ্যের প্রায় সতেরো লক্ষ মানুষ। এখনও বন্যার ক্ষতচিহ্ন সর্বত্র।বিশেষ করে দক্ষিণ, গোমতী,সিপাহিজলা জেলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এর থেকে বাদ যায়নি ছোট ছোট পড়ুয়ারাও।বহু স্কুল বাড়ি চলে গেছিল জলার তলায়।প্রচুর স্কুলে শরণার্থীরা এসে আশ্রয় নেন।বহু ছাত্রছাত্রীর বাড়িঘর বন্যায় ভেসে গেছে।হাজার হাজার ছাত্রছাত্রী দিশাহারা।তাদের বাড়িঘরের সবকিছু বি শেষ হয়ে গেছে।বইপত্র নষ্ট হয়ে গেছে,এই অবস্থায় তাদের ভবিষ্যৎ দ্ব একপ্রকার অনিশ্চিত হয়ে পড়েছে।এই অবস্থায় দরজায় দরজায় কড়া নাড়ছে পরীক্ষা।কিন্তু একাংশ ছাত্রছাত্রী কীভাবে পরীক্ষায় বসবে?ভাবনায় রয়েছে শিক্ষা দপ্তর।এই অবস্থায় শিক্ষা দপ্তর নবম থেকে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দিয়েছে।এবার নবম-দ্বাদশ পরীক্ষা এবং আগামী তেসরা অক্টোবর থেকে।চলবে পুজোর পরেও। তাও শিক্ষা দপ্তর অবিবেচকের মতো সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ছাত্রছাত্রী ও অভিভাবকরা। পুজোর ঠিক আগে এবং পুজোর ঠিক পরপরই কেন পরীক্ষা এ নিয়ে প্রশ্ন উঠেছে।আর কয়েকদিন পিছিয়ে একেবারে পুজোর পরেই পরীক্ষা গ্রহণ করা যেত। কিন্তু তা না করে শিক্ষা দপ্তর দুই ধাপে পুজোর আগে এবং পরে নবম থেকে দ্বাদশ (বিদ্যাজ্যোতি স্কুল ছাড়া) পরীক্ষা গ্রহণ কেন করতে যাচ্ছে তা বোধগম্য হয়নি সাধারণ্যে।অবিলম্বে এরও পর্যালোচনা করা দরকার বলে মনে করছে ছাত্রছাত্রীও অভিভাবক মহল।এদিকে, নবম থেকে দ্বাদশ পরীক্ষা পিছিয়ে দেওয়া হলেও এখন পর্যন্ত তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা কেন পিছিয়ে দেওয়া হচ্ছে না এনিয়ে উঠেছে প্রশ্ন।বন্যায় সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে কোমলমতি ছাত্রছাত্রীরা। প্রচুর বইপত্র নষ্ট হয়ে গেছে। পড়াশোনায় মারাত্মক ক্ষতি – হয়েছে তাদের।কিন্তু বুনিয়াদি শিক্ষা দপ্তর এখনও এ নিয়ে তাদের কোনও সিদ্ধান্ত জানায়নি।ফলে দোলাচলে রয়েছে ছাত্রছাত্রীরা।কেন না এখন গোটা রাজ্যে একই প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ হয়। তাই পরীক্ষা গ্রহণ আলাদাভাবে করা সম্ভব নয়। এই অবস্থায় বুনিয়াদি শিক্ষা দপ্তরকে ষান্মাসিক পরীক্ষা পিছিয়ে দেবার বিষয়ে ভাবনা চিন্তা করা প্রয়োজন বলে মনে করছেন ছাত্রছাত্রী ও অভিভাবক মহল।অবিলম্বে তৃতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত (সরকারী স্কুলে) ষান্মাসিক পরীক্ষা পিছিয়ে দেবার দাবি উঠেছে।উল্লেখ্য, তৃতীয় থেকে অষ্টম পর্যন্ত যান্মাসিক পরীক্ষা হবার কথা রয়েছে আগামী চব্বিশ সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *