August 2, 2025

পাহাড়ে ভাঙছে থানসা!!

 পাহাড়ে ভাঙছে থানসা!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। থানসার নামে পাহাড় দখলের ছক ভেঙ্গে বিধানসভা ভোটের মুখে পাহাড়ের জনজাতিরা বেড়িয়ে এসে বিজেপি দলে সামিল হতে শুরু করেছে। মঙ্গলবার বিজেপি দলের অমরপুর মন্ডলের জনজাতি মোর্চার নেতৃত্বে এমনই এক শক্তির মহড়া দেখাল অমরপুর শহরে। আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে জনজাতি মোর্চার মন্ডল সন্মেলনকে কেন্দ্র করে সহস্রাধিক জনজাতি অংশের কর্মী সমর্থকদের একটি দৃপ্ত মিছিল অমরপুর শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে অমরপুর নেতাজী কর্নারস্সিত টাউন হল প্রাঙ্গনের সমাবেশে মিলিত হয়। বুবাগ্রাকে রীতিমত  চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন জনজাতি মোর্চার অমরপুর মন্ডল সভাপতি মানিক জমাতিয়া, বিজেপি অমরপুর মন্ডলের মন্ডল সভাপতি সঞ্জয় চক্রবর্তী, বিধায়ক রঞ্জিত দাস,বিজেপি দলের গোমতী জেলার জেলা সাধারন সম্পাদক প্রশান্ত পোদ্দার,অমরপুর ব্লকের বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া প্রমুখ। মিছিলে ব্যাপক সংখ্যক পর্বত দুহিতাদের অংশগ্রহণ ছিল লক্ষ্য করার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *