August 2, 2025

পাহাড়ে পাল্টাচ্ছে সমীকরণ!!

 পাহাড়ে পাল্টাচ্ছে সমীকরণ!!

অনলাইন প্রতিনিধি :-পাহাড়ের রাজনৈতিক সমিকরন ক্রমেই পাল্টে যাচ্ছ। তথাকথিত বুবাগ্রার উগ্র জাত্যাভিমানের প্রতি বীতশ্রদ্ধ হয়ে সাধারণ জনজাতিরা বুবাগ্রার দল তিপ্রামথার উপর আস্থা ও বিশ্বাস হাড়াতে শুরু করেছেন। সাধারণ জনজাতিরা বুবাগ্রার দলের নেতৃত্বদের আচরণেও যথেষ্ট ক্ষুব্দ এবং সন্দিহান।এমনকি বুবাগ্রার অন্ধ সমর্থক, মিজোরাম থেকে বিতারিত এবং এরাজ্যের মাটিতে পুনর্বাসন প্রাপ্ত রিয়াং শরনার্থীরাও বর্তমানে বুবাগ্রা ও তাঁর দলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছেন। ফলে পাহাড়ের রাজনীতির লাগাম ক্রমেই পদ্ম শিবিরের হাতে চলে যাচ্ছে। শনিবার বিকালে অমরপুর মহকুমার অম্পিনগর বিধানসভার অন্তর্গত কালাঝাড়ি পাহাড়ের রিয়াং শরনার্থী শিবিরে বড়সর দলবদল সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সাংসদ রেবতী ত্রিপুরা,বিধায়ক রঞ্জিত দাস বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপির প্রদেশ সহ-সভাপতি পাতাল কন্যা জমাতিয়া, বিএসির চেয়ারম্যান রবিত্র জমাতিয়া, বিজেপির অম্পিনগর মন্ডলের মন্ডল সভাপতি শিবনাথ জমাতিয়ার উপস্থিতিতে কালাঝাড়ি শরনার্থী ক্যাম্পের ৬৩ পরিবারের ১৬০ ভোটার আনুষ্ঠানিক ভাবে পদ্ম শিবিরে যোগদান করেন। প্রসঙ্গত, অম্পিনগর বিধানসভার অন্তর্গত কালাঝাড়ি শরনার্থী ক্যাম্পের সমস্ত ভোটাররাই গত বিধানসভা ভোটে তিপ্রামথার দলের প্রতি বিশ্বাস ও আনুগত্য রেখে বুবাগ্রার প্রার্থীকেই বিপুল ভোটে বিজয়ী করেছিলেন। অন্তত ইভিএমের ভোট গণনার পর তারই প্রমাণ মেলে। কিন্তু পরবর্তিতে একবছর না পেরুতেই তিপ্রামথা দলের নেতৃত্বের আচার আচরণ রিয়াং শরনার্থীদের ব্যথিত করে তোলে বলে রিয়াং শরনার্থীরাই জানান। ফলে তিপ্রামথা দলের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস নষ্ট হতে শুরু করে। যার কারণেই এই দলত্যাগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *