August 1, 2025

পাহাড়ে উন্নয়নের ছবি!!!

 পাহাড়ে উন্নয়নের ছবি!!!

দৈনিক সংবাদ অনলাইন, কাঞ্চনপুর।। বাম থেকে রাম সব আমলেই দুর্গম পাহাড়ি এলাকা ও গ্রাম গুলির তথাকথিত উন্নয়নের বাস্তব ছবিটা প্রায় একই রকম। শুধু কথা আর নেতা মন্ত্রীদের মুখ ও চেহেরাই শুধু পরিবর্তন হয়। কিন্তু সাধারণ মানুষের অবস্হার কোনও পরিবর্তন হয় না। তাদের জীবন যুদ্ধের ধারাবাহিকতার কোনও পরিবর্তন নেই।

এই ছবি কাঞ্চনপুর মহকুমার দুর্গম হামলাইয়াপাড়া পুমাটিলার। এলাকার মানুষের আজও ভরসা গ্রাম্য ওঝা। কারন বেঁচে থাকার ন্যূনতম পরিষেবা বলতে যা বোঝায়, তার ছিটেফোঁটাও গ্রামে নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৭ – ১৮ অর্থ বছরে ব্লক থেকে রেগার মাধ্যমে রাস্তা তৈরির জন্য অর্থ বরাদ্দ হয়েছে। রাস্তার নামে টাকা খরচ হয়েছে।

কিন্তু রাস্তার হদিশ নেই। ফলে যানবাহন চলাচলের কোন প্রশ্নই নেই। গ্রামের কেউ বেশি অসুস্থ হলে অথবা গর্ভবতী হলে দূরের কোনও স্বাস্থ্য কেন্দ্রে এইভাবেই যেতে হয় ঝুঁকি নিয়ে। রবিবারও একই ছবি দেখা গেলো। পরিবারের সদস্যরা কাঁধে করে গুরুতর অসুস্থ ইরাবতি রিয়াংকে হামলাইয়াপাড়া থেকে পায়ে হেঁটে দশদা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাচ্ছে। এই ছবি নিত্য দিনের। অথচ নেতা মন্ত্রীদের ভাষনে শুধু উন্নয়নের ফোয়ারা ছুটছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *