পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!
পাঠানকোটে অপর একটি পাকিস্তানি যুদ্ধবিমান ধ্বংস করল ভারত!!

অনলাইন প্রতিনিধি :-পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমানকে নামালো ভারত। একদিনেই ৫টি যুদ্ধবিমানক্র গুলি করে নামাল ভারত। ইতিমধ্যে এফ-১৬ ও এফ-১৭ যুদ্ধবিমানও ধ্বংস করেছে ভারত। এবার পাঠানকোটে পাকিস্তানের আরও একটি যুদ্ধবিমান নামানো হল।
ভারত ও পাকিস্তানের ১২৫টিরও বেশি যুদ্ধবিমান আজ আকাশে লড়েছে। একের পর এক যুদ্ধবিমানকে ধ্বংস করছে ভারত।