পাটনায় ICU-তে গুলি চালিয়ে নিউ টাউনে আশ্রয়!

শনিবার ভোরে আচমকা নিউ টাউনের আবাসনে হানা দেয় বিহার পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফ। নেপথ্যে কারণ, বিহারের পাটনায় একটি হাসপাতালের আইসিইউ-তে ঢুকে এক বিচারাধীন বন্দিকে খুন করে কয়েকজন দুষ্কৃতী। ঘটনার পিছনে কারা? খুঁজতে গিয়ে সোজা বাংলায় হাজির হয় বিহার পুলিশ। নিউ টাউনের একটি আবাসন থেকে আটক করা হয় পাঁচজনকে। আবাসনে চালানো হয় তল্লাশি। সেখান থেকে আটক করা হয় মোট পাঁচজনকে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর পুলিশ তাদের সকলকে পাটনায় নিয়ে যাবে বলে সূত্রের খবর। অন্যদিকে, এই ঘটনায় যুক্ত সন্দেহে পুরুলিয়ায় বন্দি এক ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।