August 2, 2025

পাচারকালে বিএসএফের হাতে আটক তিন রোহিঙ্গা যুবতী!!

 পাচারকালে বিএসএফের হাতে আটক তিন রোহিঙ্গা যুবতী!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। আন্তর্জাতিক পাচার চক্রের মৃগয়া ক্ষেত্র হিসাবে পরিনত হয়েছে কমলসাগর বিধানসভার বিভিন্ন সীমান্তবর্তী এলাকা।
বর্তমানে পাচারকারীদের নিরাপদ করিডোর কমলাসাগর বিধানসভার কোনাবন, হরিহরদোলা, ফুলতলী, মতি নগর, কইয়াঢেপা সহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা গুলি। বিভিন্ন নেশা জাতীয় দ্রব্যের পাশাপাশি, আন্তর্জাতিক নারী পাচার ও পাচারকারীর সংখ্যাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে মধুপুর থানা এলাকায়। পুলিশের ভূমিকা সহ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন। জানা যায় বাংলাদেশের নারী পাচারকারীদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে প্রায় প্রত্যেকদিন কমলাসাগর মিয়াপাড়া, হরিয়ারদোলা এবং মতিনগর সহ আরো বেশ কয়েকটি সীমান্তবর্তী এলাকা দিয়ে রোহিঙ্গা মেয়েদের ভারতের নানা রাজ্যে প্রচার করছে পাচার চক্র। শুক্রবার অবৈধভাবে অনুপ্রবেশ করার সময় ১৬৫ নং বিএসএফের হাতে আটক হয় তিন রোহিঙ্গা যুবতী। বিএসএফ সূত্রে জানা যায়, অনুপ্রবেশ করার সময় কোনবন হরিহর দোলা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শনিবার দুপুরে মধুপুর থানায় পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *