August 3, 2025

পর্ষদের পরীক্ষা ঘিরে জোর প্রস্তুতি।।

 পর্ষদের পরীক্ষা ঘিরে জোর প্রস্তুতি।।

অনলাইন প্রতিনিধি :-ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা ঘিরে জোর প্রস্তুতি চলছে। এর অঙ্গ হিসাবে রাজ্যের ৮ জেলার মধ্যে ৪ জেলার শিক্ষা আধিকারিক সহ সংশ্লিষ্ট সবার সঙ্গে পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বৈঠক করা হয়েছে পর্ষদের তরফে। বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী রাজ্যের রাজধানী শহর আগরতলার গোর্খাবস্তিস্থিত পর্যদের কার্যালয়ে দুই দফায় বৈঠক করা হয়েছে উত্তর, ঊনকোটি এবং গোমতী ও সিপাহিজলা জেলার সংশ্লিষ্ট সবার সঙ্গে। প্রথম দফায় সকাল সাড়ে ১১টা থেকে বেলা ১.৩০ মিনিট পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে উত্তর এবং ঊনকোটি জেলার সঙ্গে। দ্বিতীয় দফায় বিকাল ২.৩০ থেকে ৪.৩০ মিনিট পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে গোমতী সিপাহিজলা জেলার সঙ্গে।
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী একই সূচি মেনে প্রথম পর্যায়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বৈঠক অনুষ্ঠিত হবে ধলাই এবং খোয়াই জেলার সঙ্গে। দ্বিতীয় পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে পশ্চিম এবং দক্ষিণ জেলার সঙ্গে। এদিকে গত বছর ২০২৪ সালের তুলনায় চলতি ২০২৫ সালে মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পরীক্ষা কেন্দ্র তথা সেন্টার এবং পরীক্ষার স্থান ভ্যানুর সংখ্যার তেমন অদল বদল ঘটবে না। উচ্চমাধ্যমিকে গত বছরের মতো পরীক্ষা কেন্দ্র থাকবে যথারীতি ৬০টি। পরীক্ষার স্থান গত বছরের তুলনায় একটি কমে হবে ৯৬টির পরিবর্তে ৯৫টি। মাধ্যমিকেও পরীক্ষা কেন্দ্র গত বছরের সমান ৬৮টি থাকবে। পরীক্ষার স্থানের সংখ্যাও আগের মতো ১৪৫টি থাকবে। তবে মাধ্যমিকে দুটি পরীক্ষার স্থানের অদল বদল ঘটেছে। আর দুটিই ঘটেছে দক্ষিণ জেলার সাব্রুম মহকুমায়। মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিমের পরীক্ষার্থীরা মোট ৬টি স্থানে পরীক্ষা দেবে। উচ্চমাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে ৪টি স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *