August 3, 2025

পর্ষদের উচ্চমাধ্যমিক ১৫, মাধ্যমিক শুরু ১৬ই

 পর্ষদের উচ্চমাধ্যমিক ১৫, মাধ্যমিক শুরু ১৬ই

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষা শুরু হবে ১৫ মার্চ। এ নিয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দিয়ে পুরো পরীক্ষা সূচি প্রকাশের জন্য সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি জারি করা হবে সোমবার। শুক্রবার পর্ষদের তরফে রাজ্য বিদ্যালয় শিক্ষা দপ্তরের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত হয়েছে বিষয়টি। এদিনের বৈঠকে পর্ষদের তরফে প্রতিষ্ঠানের সচিব ও পরীক্ষা সংক্রান্ত বিষয়ে ভারপ্রাপ্ত আধিকারিকরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। রাজ্য প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পর্ষদের পরীক্ষাসূচি আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত রূপ পেয়েছে। প্রাপ্ত খবর অনুসারে ১৫ মার্চ শুরু হবে পর্ষদের উচ্চমাধ্যমিক পরীক্ষা। একই দিনে শুরু হবে উচ্চমাধ্যমিক সমতুল মাদ্রাসা ফাজিল থিওলজি এবং ফাজিল কলা পরীক্ষা। ১৬ মার্চ শুরু হবে পর্ষদের মাধ্যমিক পরীক্ষা। একই দিনে শুরু হবে মাধ্যমিক সমতুল মাদ্রাসা আলিম পরীক্ষা। সব ক্ষেত্রেই প্রথম দিন ইংরেজি পরীক্ষা গ্রহণ করা হবে বলে জানা গেছে। একটি অপ্রধান পরীক্ষা ছাড়া মাধ্যমিকের সব কয়টি পরীক্ষা শেষ হয়ে যাবে মার্চ মাসের মধ্যে। উচ্চমাধ্যমিকে বিজ্ঞান, কলা ও বাণিজ্য বিভাগে প্রধান বিষয় হিসাবে পরিচিত বিষয়ের পরীক্ষা শেষ হয়ে যাবে ৫ এপ্রিল। অপ্রধান হিসাবে পরিচিত বিষয়ের পরীক্ষা চলবে বাংলা নববর্ষের পরও। এ নিয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হয় পর্ষদের সচিব ড. দুলাল দের সঙ্গে। তিনি পরীক্ষা সূচি প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করতে চাননি। তবে পরোক্ষে খবরের সত্যতা স্বীকার করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *