October 28, 2025

পর্যটনে প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে: মুখ্যমন্ত্রী!!

 পর্যটনে প্রভূত উন্নতি হয়েছে রাজ্যে: মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ত্রিপুরা সভাপতিত্বে সোমবার ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন কার্যালয়ের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি এই বৈঠকে কেন্দ্রীয় সংস্কৃতি এবং পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেমসিং তামাং ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন। রাজ্য থেকেও মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা, তার সচিব ড. পিকে চক্রবর্তী, পরিকল্পনা দপ্তরের সচিব এলটি ডার্লং, ত্রিপুরা পর্যটন দপ্তরের সচিব ইউকে চাকমা, পর্যটন দপ্তরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগীও উপস্থিত ছিলেন।
বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যগুলিতে পর্যটন শিল্পের প্রসারে একটি খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাঙমা। প্রতিবেদন উপস্থাপনের পর আলোচনায় অংশ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা বলেন, ত্রিপুরায় পর্যটন শিল্পের অনেক অগ্রগতি ঘটেছে। তিনি রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে গৃহীত বিভিন্ন পদক্ষেপ এবং সাফল্যের চিত্রও তুলে ধরেন। তিনি বলেন, খসড়া প্রতিবেদনে উত্তর-পূর্বাঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে পরিকল্পনা গ্রহণ সহ সম্ভাবনাময় ক্ষেত্রগুলির উপরও বিস্তারিত আলোচনা হয়। তিনি বলেন, পর্যটনকে পাথেয় করে কর্মসংস্থান এবং রাজস্ব বৃদ্ধিরও ব্যাপক সম্ভাবনা রয়েছে। পর্যটকদের সুবিধার্থে তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নতিকরণ, পর্যটন ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি, পর্যটকদের নিরাপত্তা ও আতিথেয়তা সুনিশ্চিতকরণ সহ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির কৃষ্টি সংস্কৃতি এবং ধর্মীয় পর্যটনের বিকাশের উপরও গুরুত্বারোপ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *