January 10, 2026

পরীক্ষার রুটিন বদলের দাবিতে ছাত্রদের বিক্ষোভ!!

 পরীক্ষার রুটিন বদলের দাবিতে ছাত্রদের বিক্ষোভ!!

মহারাজা বীরবিক্রম বিশ্ববিদ্যালয়ের অধিন কলেজ গুলিতে ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষার জন্য যে রুটিন দেওয়া হয়েছে, তাতে সময় অনেক কম। ছাত্রছাত্রীদের অভিযোগ, ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার ওপর তাদের ভবিষ্যৎ নির্ভর হচ্ছে। কিন্তু এই পরীক্ষা নিয়েই দায়সারা মনোভাব দেখাচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২৩ জুন এক নির্দেশে বলেছে এমবিবি বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এমবিবি কলেজ এবং বিবিএম কলেজের ষষ্ঠ সেমিস্টারের ইন্টারনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৫ থেকে ১২ জুলাই। এরপর আবার ৩০ জুন প্রকাশিত এক নির্দেশে বলেছে ষষ্ঠ সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু হবে ১৩ জুলাই থেকে। হবে। ইন্টারনাল পরীক্ষা যেদিন শেষ হবে, ঠিক তার পরদিনই শুরু হবে লিখিত পরীক্ষা। এখানেই আপত্তি ছাত্র ছাত্রীদের। তাদের দাবি, প্রস্তুতির জন্য দুই পরীক্ষার মধ্যে যথেষ্ট সময় দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *