August 1, 2025

পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিপাকে ছাত্র ছাত্রীরা!!

 পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে বিপাকে ছাত্র ছাত্রীরা!!

অনলাইন প্রতিনিধি :-ফটিকরায় বিধানসভার অন্তর্গত বিদ্যাজ্যোতির অধীনে থাকা কাঞ্চনবাড়ি ধনশিং চৌধুরী মেমোরিয়াল ইংরেজি মাধ্যম স্কুলের দ্বাদশ শ্রেণীর প্রশ্নে পত্র নিয়ে বিপাকে পড়েছে ছাত্র ছাত্রীরা। উদ্বেগে অভিবাবকরা। প্রশ্নের মুখে পড়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গত ২২ ফেব্রুয়ারী থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। বিপত্তি বাধে দ্বিতীয় পরীক্ষা নিয়ে। ২৭ ফেব্রুয়ারী দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের রসায়ন পরীক্ষা ছিলো। যেখানে বাংলা ভার্সনে প্রশ্নপত্র থাকার কথা, সেখানে দেওয়া হয় ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র। এতে সমস্যায় পড়ে কাঞ্চনবাড়ি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীর। কেননা, তারা শুরু থেকে বাংলা মিডিয়ামেই পড়াশোনা করে আসছে। এই নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে যেমন ক্ষোভের সৃষ্টি হয়, তেমনি অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *