August 4, 2025

পরিবেশ রক্ষায় হেটে ভারত ভ্রমণ!!

 পরিবেশ রক্ষায় হেটে ভারত ভ্রমণ!!

দৈনিক সংবাদ অনলাইন।। প্রাকৃতিক পরিবেশ ও মানব জাতিকে রক্ষা করতে “জ্বালানী নয় ক্যালোরি পোড়ান” সকলের কাছে এই বার্তা পৌঁছে দিতে দেশের ২৮ টি রাজ্য পায়ে হেটে ভ্রমণে বেড়িয়েছে দুই যবক। এরা হলেন উত্তর প্রদেশের বাসিন্দা অজিতেশ শর্মা ও ছত্তিসগড়ের সৌরভ দেবাঙ্গন। ২০২১ সালের সাত অক্টোবর ছত্তিসগড়ের রায়পুর থেকে তাদের এই পদযাত্রা শুরু হয়। বর্তমানে ২৭৬ দিনে ত্রিপুরা সহ দেশের নয়টি রাজ্যে তাদের ভ্রমণ শেষ হয়েছে।

রবিবার তারা ধর্মনগর থেকে পায়ে হেটে পাড়ি দিয়েছে চুড়াইবাড়ির উদ্দেশ্যে। সেখান থেকে তারা যাবে আসামে। পায়ে হেটে ভারত ভ্রমণ শেষ করতে তাদের আরও দুই বছর সময় লাগবে। এই বিষয়ে ভারত ভ্রমণকারী দুই যুবক জানিয়েছে, পরিবেশ রক্ষাই তাদের মূল উদ্দেশ্যে। সেই সাথে প্রত্যেক মানুষকে তারা বার্তা দিচ্ছেন যাতে করে দিনে কিছুটা সময় তারা পায়ে হেটে চলাচল করেন। এবং যানবাহনের ব্যবহার কম করেন। এতে করে জ্বালানী বাঁচবে। যানবাহনের দুষিত বায়ু থেকে রক্ষা হবে পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *