August 2, 2025

পরলোকে পদ্মশ্রী থাঙ্গা ডার্লং!!

 পরলোকে পদ্মশ্রী থাঙ্গা ডার্লং!!

অনলাইন প্রতিনিধি :-প্রয়াত হলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত রাজ্যের বিশিষ্ট শিল্পী থাঙ্গা ডার্লং। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৩। তার মৃত্যুতে পুরো ঊনকোটি জেলা সহ রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে।থাঙ্গা ডার্নং ২০০৪ সালে প্রণব মুখার্জির হাত থেকে পেয়েছিলেন বয়োজ্যেষ্ঠ নাগরিক সম্মান।২০১৯ সালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত ধরে পেয়েছিলেন পদ্মশ্রী পুরস্কার।কিছুদিন আগে তিনি অসুস্থ হওয়ার খবর পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের সচিবকে এ বিষয়ে জানান। পরিবারের লোকেরা চাপ দিলে বাধ্য হয়ে তাকে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হয়। আজ বিকালে থাঙ্গা ডার্লং নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সংবাদ লেখা পর্যন্ত পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত থাঙ্গা ডার্লংয়ের বাড়িতে অসংখ্য মানুষ ভিড় জমান। থাঙ্গা ডার্লংয়ের মৃত্যুতে শোক জানিয়েছেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়। মন্ত্রী সুশান্ত চৌধুরী, সুধাংশু দাস ও বিধায়ক বীরজিৎ সিন্হা প্রয়াত থাঙ্গা ডার্লংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পদ্মশ্রী থাঙ্গা ডার্লংয়ের প্রয়াণে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের জনজাতিদের চিরাচরিত সংস্কৃতির বিকাশে থাঙ্গা ডার্লং ছিলেন একজন নিরলস সাংস্কৃতিক ব্যক্তিত্ব।লোকজ সংস্কৃতি বিকাশ ও চর্চার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে। শিল্পী থাঙ্গা ডার্লংয়ের প্রয়াণে রাজ্যের সংস্কৃতি জগতের এক অপূরণীয় ক্ষতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *