August 2, 2025

পরলোকে দৈনিক সংবাদের প্রয়াত সম্পাদক-পত্নী মীরা দত্ত ভৌমিক।

 পরলোকে দৈনিক সংবাদের প্রয়াত সম্পাদক-পত্নী মীরা দত্ত ভৌমিক।

অনলাইন প্রতিনিধি || প্রয়াত হলেন দৈনিক সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক স্বর্গীয় ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিকের সহধর্মিণী মীরা দত্ত ভৌমিক। শনিবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে জগন্নাথবাড়ি রোডস্থিত বিদুরকর্তা চৌমুহনীর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। মৃত্যুকালে রেখে গেছেন তিন পুত্র,এক কন্যা, দুই পুত্রবধূ ও এক নাতি সহ বহু আত্মীয়স্বজন।প্রয়াত মীরা দত্ত ভৌমিক বেশ কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন। সম্প্রতি তিনি আগরতলার একটি বেসরকারী হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন। সুস্থ হওয়ার পর কয়েকদিন আগে তিনি হাসপাতাল থেকে বাড়িতে ফিরে আসেন। কিন্তু শনিবার বিদুরকর্তা চৌমুহনী বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, ট্রাস্টের সচিব তথা দৈনিক সংবাদের বার্তা সম্পাদক প্রদীপ দত্ত ভৌমিক, নর্থ ইস্ট কালার্সের সম্পাদক সঞ্জীব দেব সহ আরও অনেকে। মীরা দত্ত ভৌমিকের প্রয়াণে গভীর শোক ব্যক্ত করেছেন দৈনিক সংবাদ, নর্থ ইস্ট কালার্স এবং ইমপ্রিন্টের সকল কর্মীরা। এদিকে, প্রয়াত মীরা দত্ত ভৌমিকের এক কন্যা এবং এক পুত্র বর্তমানে বেঙ্গালুরুতে আছেন। আগামীকাল দুপুরে তারা আগরতলায় আসবেন। এরপরই তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *