August 2, 2025

পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

 পদ্মশ্রী প্রাপ্ত কৃষি বিজ্ঞান সুবান্না আয়াপ্পানের রহস্যমৃত্যু,!!

অনলাইন প্রতিনিধি :-পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত কৃষি বিজ্ঞানী ৬৯ বছর বয়সি সুবান্না আয়াপ্পান ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল ছিলেন তিনি। বেশকয়েকদিন ধরেই তিনি নিখোঁজ ছিলেন।পরবর্তী সময় নদী থেকে উনার মৃতদেহ উদ্ধার হয়। ৭ই মে থেকে তিনি নিখোঁজ হন। মাইসুরুর বিদ্যারণ্যপুরম থানায় তাঁর পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয়। যেদিন নিখোজ হন ওই দিন তিনি তাঁর মোবাইল ফোন বাড়িতে রেখে গিয়েছিলেন। তবে তিনি স্কুটার নিয়ে বেরিয়ে ছিলেন। পরে স্থানীয় সাঁই আশ্রমের পাশ থেকে উনার স্কুটারটি উদ্ধার হয়। পুলিশের দাবি, শ্রীরঙ্গাপাটনা এলাকার কাবেরী নদী থেকে রবিবার উদ্ধার হয় উনার নিথর দেহ। কী কারণে তাঁর মৃত্যু হয়েছে এবং এর পিছনে কোনও রহস্য লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ১৯৫৫ সালের ১০ ডিসেম্বর, চামরাজানগর জেলার ইয়েলানুরে জন্মগ্রহণ করেন সুবান্না। ১৯৭৭ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পরে ১৯৯৮ সালে বেঙ্গালুরুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি অর্জন করেন তিনি। ভারতে মাছ চাষের ক্ষেত্রে অন্যতম বিপ্লব এনে দিয়েছিলেন এই কৃষি বিজ্ঞানী। দেশে ‘ব্লু রেভিউলুশন’ আনার অন্যতম পুরোধা এবং পথিকৃৎ বলা হয় সুবান্না আয়াপ্পানকে। মৎস্য চাষে উন্নয়ন, গ্রামীণ এবং উপকূল এলাকায় মাছ চাষ বাড়ানোর পাশাপাশি এই কাজের সঙ্গে যুক্তদের আর্থিক উন্নতিতে তাঁর অবদান অনস্বীকার্য। এই অবদানের জন্য তিনি ২০২২ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়।
আইসিএআর-এর ডিরেক্টর জেনারেল নির্বাচিত হওয়ার আগে ভুবনেশ্বর এবং মুম্বাইয়ের সেন্ট্রাল ইন্সটিটিউউট অব ফিসারিজ় এডুকেশনের ডিরেক্টর হিসেবেও কাজ করেছেন সুবান্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *