August 2, 2025

পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী!!

 পদত্যাগ করলেন মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-পার্লামেন্টে আস্থা ভোটে হেরে যেতেই মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী লুভাসান্নামস্রাইন ওয়ুন-এর্দেন পদত্যাগ করলেন। ওয়ুন-এর্দেন ও তাঁর পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। এই গণবিক্ষোভের পর আস্থা ভোট হয়। ছেলের জাঁকজমকপূর্ণ জন্মদিনের পার্টি ও বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল সমালোচনা হয়। এই সমালোচনাই গণবিক্ষোভকে উস্কে দিয়েছিল। ২০২১ সালে ক্ষমতায় বসেছিলেন ওয়ুন-এর্দেন। বর্তমানে আস্থা ভোটে পরাজিত হয়ে পদত্যাগ করলেও আপাতত ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন তিনি। ২০২১ সালে ক্ষমতায় বসেছিলেন ওয়ুন-এর্দেন। আগামী ৩০ দিনের মধ্যে তাঁর উত্তরসূরি বেছে নেওয়া হবে। ১২৬ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তাঁর ন্যূনতম ৬৪ ভোট প্রয়োজন ছিল। কিন্তু আস্থা ভোটে রায়ই জানান ৮২ আইনপ্রণেতা। তার মধ্যে ৪৪ জন ওয়ুন-এর্দেনের পক্ষ নেন, ৩৮ জন যান বিপক্ষে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *