August 3, 2025

পদত্যাগ করলেন অধ্যক্ষ!!

 পদত্যাগ করলেন অধ্যক্ষ!!

অনলাইন প্রতিনিধি :-বুধবারে পদত্যাগ করলেন মিজোরাম বিধানসভার অধ্যক্ষ এবং মিজো এই ন্যাশনাল ফ্রন্টের নেতা লাইরিনলিয়ানা পর সাইলো। পদত্যাগ করে তিনি জানান, শীঘ্রই বিজেপিতে যোগ দেবেন। ২০১৮ সালে চালফিল আসন থেকে জয়ী লাইরিনলিয়ানা সাইলোকে এবার টিকিট দিতে অস্বীকৃতি জানায় তার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। সম্ভবত বৃহস্পতিবারে তিনি বিজেপিতে যোগ দেবেন। বিধানসভার উপাধ্যক্ষ এইচ । লালবিয়াক জাওভারের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে লাইরিনলিয়ানা বলেন, রাজ্যের অবস্থা ভালো নয়। আমি বিজেপিতে যোগ দিয়ে রাজ্যে উন্নয়ন আনার চেষ্টা করব। ৪০ সদস্যক মিজোরাম বিধানসভার নির্বাচন আগামী সাত নভেম্বর একটি পর্যায়ে অনুষ্ঠিত হতে চলেছে। ভোটগণনা করা হবে তেসরা ডিসেম্বর। গত আট দিনে সাত জন বিধায়ক তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে কংগ্রেসের বিধায়ক কে টি রখাও এবং প্রাক্তন মন্ত্রী কে বেইছুয়াও রয়েছেন। রখাও ক্ষমতাসীন মিজো ন্যাশনাল ফ্রন্টে যোগদান করেছেন এবং তিনি পালাক আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে “বেইছুয়াকে জানুয়ারী মাসে মিজো ন্যাশনাল ফ্রন্ট থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি নিজের জন্মশহর সিয়াহা থেকে বিজেপির টিকিটে লড়াই করবেন। জোরাম পিপলস মুভমেন্ট সমর্থিত পাঁচ নির্দল বিধায়কও পদত্যাগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *