ছ’মাস পর ভারতকে আবার বিরল খনিজ রফতানি শুরু করল চিন, নতুন চুক্তিতে কড়া শর্ত আরোপ বেজিংয়ের!!
পদক জয়ে রেকর্ড ভেঙেই ঘরে ফিরছে রাজ্যদল।
দৈনিক সংবাদ অনলাইনঃ তামিলনাড়ুর চেন্নাইয়ে আয়োজিত ৪২ তম জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পদক জয়ে শেষবারের রেকর্ড ভাঙলো ত্রিপুরা । এ বছর ত্রিপুরা পেলো মোট পঁচিশটি পদক । যার মধ্যে সোনা তিনটি , রৌপ্য ছয়টি এবং ব্রোঞ্জ ষোলটি । যেখানে গত ২০১৯ সালে মণিপুরের ইম্ফলে অনুষ্ঠিত জাতীয় আসর থেকে মোট তেইশটি পদক ত্রিপুরার ঘরে এসেছিল । যার মধ্যে সোনা ছিল পাঁচটি , রৌপ্য পাঁচটি এবং ব্রোঞ্জ পদক তেরোটি । যার মানে শেষবারের চেয়ে এবার আরও দুটো পদক বেশি পেলো ত্রিপুরা । তবে এবার স্বর্ণ পদকের সংখ্যা কমেছে । গত সাতাশ এপ্রিল থেকে চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে জাতীয় মাস্টার্স অ্যাথলেটিক্স আসরটি শুরু হয়েছিল । যা গতকাল ( রবিবার ) সমাপ্তি হয়েছে । আর শেষ দিনে ত্রিপুরার ঘরে দুটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক এসেছে । পঁয়ত্রিশ বছর বয়স গ্রুপে দেবাশীষ মজুমদার জেভলিন থ্রোতে রৌপ্য পদক জিতেছে । অন্যদিকে , পঞ্চাশ বছর বয়স গ্রুপে ৪ × ৪০০ মিটার রীলে ইভেন্টে রৌপ্য পদক এসেছে । গ্রুপে ছিলেন সবিতা দাস, কবিতা দাস , চন্দনা দাস ও গায়েত্রি মজুমদার । আর পঁয়তাল্লিশ বছর বয়স গ্রুপে বিপ্লব রায় একশ মিটার দৌড় প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতেছে । এদিকে , ৪ × ৪০০ মিটার রীলেতে পুরুষ ও মহিলা উভয় বিভাগে চতুর্থ স্থান দখল করেছে ত্রিপুরা । অল্পের জন্য ব্রোঞ্জ পদক হাতছাড়া হয়েছে । ত্রিশ বছর বয়স গ্রুপে ৪ × ৪০০ মিটার রীলে পুরুষদের গ্রুপে ছিলেন মহম্মদ জওহর মিয়া , জামাল হোসেন , স্নেহাশীষ দেবনাথ ও রাকেশ রুদ্রপাল । মহিলা বিভাগে গ্রুপটিতে ছিলেন- অন্ন বেগম , রিঙ্কু সরকার , দেবরাণী দাস ও মমতা নাথ । উল্লেখ্য , এ বছর পঁয়তাল্লিশ জনের টিম পাঠিয়েছিল । মাস্টার্স অ্যাথলেটিক্স অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা । কোভিডের পর এতো বড় সংখ্যায় টিম পাঠানো হয়েছে । রাজ্য সংস্থার কর্মকর্তারা প্রত্যাশা করছেন এ বছর জাতীয় আসরে ত্রিপুরার হয়ে অংশগ্রহণকারী কয়েকজন অ্যাথলিটস হয়তো আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য ভারতীয় দলে জায়গা পেতে পারেন ।