August 14, 2025

পথকুকুর স্থানান্তর নিয়ে রায় স্থগিত, দেশজুড়ে বিতর্ক তীব্র করল সুপ্রিম কোর্ট!

 পথকুকুর স্থানান্তর নিয়ে রায় স্থগিত, দেশজুড়ে বিতর্ক তীব্র করল সুপ্রিম কোর্ট!

অনলাইন প্রতিনিধি :-দিল্লি-এনসিআর এলাকার পথকুকুর স্থানান্তর সংক্রান্ত বহুল আলোচিত মামলার রায় আপাতত স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। জননিরাপত্তা ও প্রাণী কল্যাণ—এই দুই বিপরীত স্বার্থের সংঘর্ষে উত্তপ্ত বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে দেশজুড়ে।
শুনানির সময় বেঞ্চ মন্তব্য করে জানায়, বিষয়টি এমন এক “সামঞ্জস্যপূর্ণ ও মানবিক সমাধান” দাবি করছে, যা একদিকে পথকুকুরের আক্রমণ ও কামড়ের ঘটনা কমাবে, অন্যদিকে রাস্তার প্রাণীদের জীবন ও অধিকারের সুরক্ষাও দেবে। আদালত এই মামলায় পুরসভা কর্তৃপক্ষ, প্রাণী অধিকার সংস্থা এবং আইন বিশেষজ্ঞদের বক্তব্য শোনার পর রায় সংরক্ষণ করেছে।
প্রাণী অধিকার কর্মীদের দাবি, যথাযথ আশ্রয়কেন্দ্র ছাড়া পথকুকুর সরানো হলে তা হবে অমানবিক ও অবৈধ। অপরদিকে, বহু আবাসিক এলাকার বাসিন্দারা অবিলম্বে পদক্ষেপের দাবি জানাচ্ছেন, যাতে আক্রমণ ও আগ্রাসী আচরণ কমে।
চূড়ান্ত রায় প্রকাশিত হলে তা সমগ্র দেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করা হচ্ছে, যা একাধিক রাজ্যে পৌর নীতিতে বড়সড় পরিবর্তন আনতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *