জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!
নৈরাজ্যের বাংলাদেশহিংসা থামছেই না আগুনে পুড়ে মৃত্যু ঘুমন্ত শিশুর!!
অনলাইন প্রতিনিধি:- বাংলাদেশে জুলাই যোদ্ধা ওসমান হাদিকে গুলী করে হত্যার প্রতিবাদ জানাতে গিয়ে গত দুদিন ধরে সারা বাংলাদেশে বাড়িঘরে, অফিস সহ বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ করে অরাজকতা সৃষ্টি চলছেই। মন বিশৃঙ্খলা ও অস্থিরতা চললেও ইউনুস সরকার এর কিছুই থামাতে সারাদেশে এমন পারছে না।জাতীয় পার্টির সভাপতি প্রাক্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের চট্টগ্রামের বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর করে সবকিছু আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। নির্বাচন থেকে দূরে রাখতেই দলের শীর্ষস্থানীয় নেতার বাসভবনে হামলা চালানোর অভিযোগ তুলেছে আনিসুল ইসলাম মাহমুদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি। শনিবার সকালে ঢাকার গুলশানে হাওলাদার টাওয়ারে দলের জরুরি প্রেসিডিয়াম বৈঠকে এ ঘটনার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাত আনুমানিক পৌনে বারোটার দিকে শতাধিক দুর্বৃত্ত বাড়ির প্রধান ফটক ও বাসভবনের ফটক ভেঙে বাড়ির নিচতলা, দোতলা ও বাড়ি ঘেঁষা গাড়ির গ্যারেজ, জেনারেটর ও কেয়ারটেকারের রুমে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে গান পাউডার ব্যবহার করে বাড়ির নিচতলা ও গ্যারেজে অগ্নিসংযোগ করলে একটি প্রাইভেট কার, জেনারেটরসহ রুমের আসবাবপত্র পুড়ে যায়। পরে দ্রুত সশস্ত্র দুর্বৃত্তরা চলে গেলে বাড়ির লোকজন ও এলাকাবাসী মাইকে ঘোষণা দিয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাড়ির প্রধান ফটক ভেঙে ভাঙচুরের আওয়াজ শুনলেও শতাধিক দুর্বৃত্তের ভয়ে কেউ ঘর থেকে বের হওয়ার সাহস করেনি। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দোষীদের শনাক্তে পুলিশ মাঠে কাজ করছে। পরিবারের পক্ষ থেকে আজ (শনিবার) রাতে মামলা করার কথা জানিয়েছে। কুষ্টিয়ায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কুষ্টিয়ায় নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকাল পৌনে নয়টার দিকে সদর উপজেলা নির্বাচন কার্যালয়ে এ ঘটনা ঘটে। জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে বিষয়টি জানতে পেরে দ্রুত আগুন নিভিয়ে ফেলা হয়। নির্বাচন কার্যালয়টি কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের কার্যালয়ের ঠিক পাশেই অবস্থিত। নির্বাচন কার্যালয়ের নিরাপত্তারক্ষী আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, আমি তখন দুই তলায় ছিলাম। ধোঁয়া ও আগুনের গন্ধ পেয়ে নিচে নেমে আগুন দেখতে পাই। ভবনের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়। কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) ফয়সাল মাহমুদ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে নাশকতার চেষ্টা। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কালেক্টরেট চত্বরের ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল) তানভীর হাসান জোহার মাগুরার বাসভবনে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। রাত সাড়ে দশটার পর জেলা জজ আদালতের সামনে অবস্থিত জোহা ভবনে দরজা ও জানালায় অকটেন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শহরে চরম আতঙ্ক বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, ওই বাড়িতে জানালা, দরজায় আগুন লাগিয়ে দেয় এক যুবক। এরপর সটকে পড়েন তিনি। ঘটনাস্থল থেকে তেলের বোতল উদ্ধার হওয়ায় এটি যে পূর্ব পরিকল্পিত, তা স্পষ্ট হয়ে ওঠে। দুর্বৃত্তরা দুই লিটারের বোতলে অকটেন ভরে সিমেন্টের ব্যাগে করে নিয়ে এসে ভবনের পেছন দিক দিয়ে প্রবেশ করে। তারা মূল ফটক ও জানালায় আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। আগুনের শিখা দেখে প্রতিবেশীরা ছুটে আসেন এবং জল দিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর হাসান জোহা বলেন, ঘটনাটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হামলা বলেই প্রতীয়মান হচ্ছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। জজ আদালতের মতো সুরক্ষিত এলাকায় এ ধরনের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রোল ঢেলে বেলাল হোসেন নামের এক বিএনপি নেতার ঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের ভেতর আগুনে পুড়ে ওই বিএনপি নেতার সাত বছর বয়সী এক মেয়ের মৃত্যু হয়েছে। এছাড়া ওই বিএনপি নেতা এবং তার আরও দুই মেয়ে আগুনে দগ্ধ হয়েছেন। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায় এ ঘটনা ঘটে। বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সূতারগোপ্তা বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী।
আগুনে পড়ে মারা যাওয়া শিশুর নাম আয়েশা আক্তার। দগ্ধ তিনজন হলেন বেলাল হোসেন (পঞ্চাশ) ও তার দুই মেয়ে বীথি আক্তার (সতেরো) ও স্মৃতি আক্তার (চৌদ্দ)। পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, রাতের খাবার খেয়ে বেলালের পরিবারের সদস্যরা সবাই ঘুমিয়ে পড়েছিলেন। রাত দুটোর দিকে দরজায় তালা লাগিয়ে ঘরে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়, ফলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান বলেন, সন্ত্রাসীরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এর আগে দরজায়ও তালা লাগিয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে এ কাজটি করেছে সন্ত্রাসীরা।লক্ষ্মীপুরে বসতঘরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বিএনপি নেতা বেলাল হোসেনের মেয়ে আয়েশা আক্তার সানজুর (আট) মৃত্যুতে শোক জানিয়েছেন দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ঘটনায় জড়িত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, এটি একটি জঘন্য, অমানবিক ও কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা যা দেশব্যাপী বিরোধী রাজনৈতিক মতো দমনের ধারাবাহিকতারই বহিঃপ্রকাশ। এ ধরনের ঘটনায় প্রমাণ হয় যে, দেশে আইনশৃঙ্খল পরিস্থিতির চরম অবনতি ঘটেছে এবং রাজনৈতিক সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করেছে।
