August 4, 2025

নেশার বিরুদ্ধে খড়গহস্ত মহিলারা!!

 নেশার বিরুদ্ধে খড়গহস্ত মহিলারা!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || পুলিশ প্রশাসনের উপর আস্থা হারিয়ে ঘরের মহিলারাই এবার নেশা বিরোধী অভিযানে নামলেন। হাতে হাতে লাঠি নিয়ে চড়াও হচ্চেন বেআইনি নেশা বিক্রেতাদের আস্তানায়। সোমবার এমনই দৃশ্য দেখা গেল বিশালগড়ের পূর্ব গকুলনগর ভাতাঢেপা এলাকায়। নেশার জ্বালায় অতিষ্ঠ ঘরের মহিলারা এককাট্টা হয়ে এলাকার
একাধিক নেশা বিক্রেতার বাড়িতে অভিযান চালায়। তাদের অভিযোগ, এলাকার পাঁচ থেকে ছয়টি পরিবার প্রতিনিয়ত দেশি মদ, ব্রাউন সুগার, হিরোইন, ইয়াবা ট্যাবলেট বিক্রি করে যাচ্ছে। তাদের বারণ করা সত্ত্বেও কোনভাবে তা বন্ধ করছে না। ওই সমস্ত বাড়িঘর থেকে নেশা সেবন করে বর্তমানে যুবক থেকে শুরু করে বয়স্ক পর্যন্ত তাণ্ডব চালায় তাদের বাড়ি করে। সংসার অভাবের তাড়নায় ডুবে যাচ্ছে। সেদিকে চিন্তা নেই গৃহকর্তাদের। বারবার পুলিশে জানানো সত্বেও কোনরকম কাজ হচ্ছে না। বাধ্য হয়ে এলাকাবাসী নিজেরাই পুলিশের উপর আস্থা হারিয়ে এই উদ্যোগ গ্রহণ করে। এদিকে, মহিলাদের নেশা বিরোধী অভিযানে বাড়িঘর থেকে পালিয়ে যায় নেশা বিক্রেতারা। খবর পেয়ে গঠনস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ। পুলিশকে দেখে আরও জ্বলে উঠে মহিলারা। তাদের সোজাকথা, নেশা কারবারি ও নেশাখোরদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় মহিলাদের এই উদ্যোগে যেন বাধা না হয় পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *