নেপাল হয়ে বিহারে ঢুকেছে জইশ জঙ্গি, রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা!!
নেপাল হয়ে বিহারে ঢুকেছে জইশ জঙ্গি, রাজ্য জুড়ে চূড়ান্ত সতর্কতা!!

অনলাইন প্রতিনিধি :-গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহারজুড়ে জারি করা হল চূড়ান্ত সতর্কতা। জানা গিয়েছে, নেপাল হয়ে তিন জইশ-ই-মহম্মদ জঙ্গি অনুপ্রবেশ করেছে রাজ্যে।
জঙ্গিদের পরিচয় মিলেছে— পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা হাসনাইন আলি, উমরকোটের বাসিন্দা আদিল হুসেন এবং বহওয়ালপুরের মহম্মদ উসমান। গোয়েন্দা সূত্রে খবর, অগস্টের দ্বিতীয় সপ্তাহে তারা কাঠমান্ডু পৌঁছয় এবং সেখান থেকে সম্প্রতি বিহারে প্রবেশ করেছে।
তিন জঙ্গির ছবি প্রকাশ করেছে পুলিশ। ইতিমধ্যেই জারি হয়েছে তল্লাশি অভিযান। জেলার পুলিশ আধিকারিকদের বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি ও নজরদারি জোরদার করতে। এর মধ্যে রয়েছে মধুবনী, সীতামঢ়হী, সুপৌল, আরারিয়া, পূর্ব ও পশ্চিম চম্পারণ।
অধিকর্তাদের মতে, নেপালের সঙ্গে বিহারের প্রায় ৭২৯ কিলোমিটার উন্মুক্ত সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাধারণ নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কিছু চোখে পড়লেই পুলিশকে খবর দেওয়ার আবেদন জানিয়েছে প্রশাসন।