নেপালের অশান্তির জেরে মাঝ রাতে হঠাৎ উত্তরকন্যায় হাজির মমতা!!
নেপালের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠক মোদীর!!

অনলাইন প্রতিনিধি :- নেপালের পরিস্থিতি নিয়ে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরেই সমাজমাধ্যমে পোস্ট দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, নেপালের পরিস্থিতি নিয়ে বৈঠক হয়েছে। নেপালে যে হিংসা ছড়িয়েছে, তা হৃদয়বিদারক। তরুণদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি জানিয়েছে, পড়শি রাজ্যে শান্তি-শৃঙ্খলা স্থাপন জরুরি। সে দেশের বাসিন্দাদেরও শান্তি বজায় রাখতে আর্জি জানিয়েছেন তিনি।