নেপালের অশান্তির জেরে মাঝ রাতে হঠাৎ উত্তরকন্যায় হাজির মমতা!!
নেপালের অশান্তির জেরে মাঝ রাতে হঠাৎ উত্তরকন্যায় হাজির মমতা!!

অনলাইন প্রতিনিধি :- নেপালের অশান্ত পরিস্থিতির কারণে ইন্টারনেট সমস্যার সম্মুখীন হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝরাতে উত্তরকন্যায় গেলেন। প্রশাসনিক কাজে ইন্টারনেটের প্রয়োজনীয়তা এবং নেপালের পরিস্থিতি সম্পর্কে উদ্বেগের কারণেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। মঙ্গলবার মাঝরাতে উত্তরকন্যা এসে উঠলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে রয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও। মুখ্যমন্ত্রী মাঝরাতে হঠাৎ উত্তরকন্যায় আসায় পুলিশ প্রশাসনের শোরগোল পড়ে যায়। দ্রুত উত্তরকনযা পৌঁছান শিলিগুড়ির পুলিশ কমিশনার-সহ পুলিশ, প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্তারা। তিন দিনের উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির কাছে কন্যাশ্রী অতিথি নিবাসে রাতে থাকার কথা ছিল তাঁর।পড়শি দেশ নেপাল অশান্ত হয়ে ওঠায় ওই এলাকায় ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে। ফলে কন্যাশ্রীতে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে মুখ্যমন্ত্রীকে। কারণ কন্যাশ্রী থেকে নেপাল সীমান্তের দূরত্ব একেবারেই কম। নেপালের পরিস্থিতি সম্পর্কে জানতে গিয়েই সমস্যা হচ্ছিল। ফোনে যোগাযোগ করতেও সমস্যা হচ্ছিল। আর সে কারণে তিনি উত্তরকন্যায় চলে আসার সিদ্ধান্ত নেন।