August 2, 2025

নেতাজী জন্ম জয়ন্তী উদযাপন!!

 নেতাজী জন্ম জয়ন্তী উদযাপন!!

অনলাইন প্রতিনিধি :-“তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব” বৃটিশের হাত থেকে ভারত মাতার শৃঙ্খল মুক্ত করতে দেশবাসীর প্রতি আহবান জানিয়েছিলেন, ভারতের স্বাধীনতা আন্দোলনের কিংবদন্তি পুরুষ নেতাজী সুভাষচন্দ্র বসু।আজ তাঁর ১২৮ তম জন্মদিবস।প্রতিবছরই ২৩ জানুয়ারি দিনটি সারা দেশে শ্রদ্ধার সাথে পালন করা হয়।

তারই অঙ্গ হিসাবে আগরতলার বনেদী শিক্ষা প্রতিষ্ঠান নেতাজি সুভাষ বিদ্যা নিকেতন প্রতিবছরই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে। স্কুলের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও সুসজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশ নেয়। মঙ্গলবার এই শোভাযাত্রার শুরুতে জাতীয় পতাকা এবং আজাদ হিন্দের পতাকা উত্তোলন করা হয়।

পরবর্তীতে মুখ্যমন্ত্রী নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর শুরু হয় শোভাযাত্রা। আর এই শোভাযাত্রাকে ঘিরে সাধারণের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষ্য করার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *