August 2, 2025

নির্বাচনোত্তর সন্ত্রাস ঠেকাতে ফের এসডিপিও-র বৈঠক!!

 নির্বাচনোত্তর সন্ত্রাস ঠেকাতে ফের এসডিপিও-র বৈঠক!!

দৈনিক সংবাদ অনলাইনঃ গত ১৬ ই ফেব্রুয়ারি ত্রিপুরা বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও নির্বাচন পরবর্তী সন্ত্রাসে উত্তাল গোটা রাজ্য। এধরনের রাজনৈতিক সন্ত্রাস রুখতে ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছেন সদর এসডিপিও অজয় কুমার দাস।
উল্লেখ্য, আগামী ২ মার্চ ঘোষণা হতে চলেছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল। এই ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে যেন রাজ্যে কোনো ধরনের রাজনৈতিক সন্ত্রাস না হয় এবং রাজ্যে যেন শান্তি-শৃঙ্খলা বজায় থাকে এই বিষয়গুলো নিয়ে গতকাল অর্থাৎ মঙ্গলবার আগরতলা পশ্চিম থানায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের পর বুধবার ফের একবার আগরতলা পশ্চিম মহিলা থানায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বদের নিয়ে এক সর্বদলীয় বৈঠক করলেন সদর এসডিপিও অজয় কুমার দাস।

যেভাবে রাজ্যব্যাপী শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে ঠিক একইভাবে গণনার দিনও যেন প্রত্যেকটি রাজনৈতিক দলীয় কর্মীরা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে তার জন্যই মূলত এই বৈঠক করা হয়। তিনি বলেন মহকুমা জুড়ে যেন কোন ধরনের নির্বাচনোত্তর সন্ত্রাস না হয় তার জন্য সজাগ দৃষ্টি রাখছেন । এদিন পূর্ব ও পশ্চিম আগরতলা থানার অফিসার ইনচার্জরাও উপস্থিত ছিলেন বৈঠকে এবং প্রার্থীদের কি কি সমস্যা রয়েছে তা লিপিবদ্ধ করেন এসডিপিও অজয় কুমার দাস। এছাড়াও এদিন এসডিপিও একপ্রকার হুশিয়ারি দিয়ে বলেন, গননার দিন কিংবা এর পরে কেউ যদি কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা সংঘটিত করার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ। যেকোনো ধরনের ঘটনা মোকাবেলার জন্য পর্যাপ্ত পরিমানে আরক্ষা বাহিনী রয়েছে বলেও জানান সদর এসডিপিও অজয় কুমার দাস।
পাশাপাশি এদিন বিভিন্ন দলের নেতৃত্বরাও পুলিশের ভূমিকায় সন্তোষ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *