জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে মেঘভাঙা বৃষ্টিতে হড়পা বান, উদ্ধারকাজ জোরকদমে!!
নিযুক্তি পাচ্ছেন ২১৬ জন মেডিকেল অফিসার!!

অনলাইন প্রতিনিধি :-রাজ্য স্বাস্থ্য দপ্তরে বড় নিয়োগ।একসঙ্গে ২১৬ জন মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আজ বুধবার সেহা নং No,F,11(26-48) Rect/TPSC/2024(VOL-1) Dated Agartala 13th August ২১৬ জন General Duty Medical Officer Grade-IV Group-A (Gatetted) নিয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এখন দপ্তর টিপিএসসি অনুমোদন প্রাপ্ত ২১৬ জন মেডিকেল অফিসারের কাগজপত্র ভেরিফিকেশনের পর অফার এবং পোস্টিং প্রদান করবে।
রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার ইতিবাচক উদ্যোগ। রাজ্যের বিভিন্ন হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসকের অভাব রয়েছে দীর্ঘদিন। একসঙ্গে ২১৬ জন চিকিৎসক নিয়োগ সমস্যার কিছুটা হলেও সমাধান হবে।একসঙ্গে ২১৬ জন মেডিকেল অফিসার নিয়োগ মানিক সাহার নেতৃত্বাধীন জোট সরকার যে বেকার বান্ধব তা বলা যায়। স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন সেক্টরে নিয়োগ প্রক্রিয়া জারি রয়েছে।পাঁচ মাস আগে রাজ্য স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন শূন্য পদে বড় সংখ্যা কর্মচারী নিয়োগ করে।