নিখোঁজ যাত্রিবাহী বিমান! গায়েব বিমানকর্মী-সহ অন্তত ৪৬ জন!!

অনলাইন প্রতিনিধি :- রাশিয়ার আমুর প্রদেশে নিখোঁজ যাত্রীবাহি বিমান। যাত্রিবাহী ওই বিমানে ছিলেন ছয় বিমানকর্মী-সহ মোট ৪৬ জন। এটিসির তরফে বিমানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, কোনও হদিস পাওয়া যাচ্ছে না। বিমানটির গন্তব্যস্থল ছিল রাশিয়ার আমুর প্রদেশের চিন সীমান্তবর্তী শহর টিন্ডা। ওই প্রদেশের গভর্নর ভাসিলি ওরলভ জানিয়েছেন, যাত্রীদের মধ্যে পাঁচ জন শিশু রয়েছেন। তিনি সমাজমাধ্যমে জানিয়েছেন, বিমানটিকে খুঁজতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে। তল্লাশি অভিযানে নামানো হচ্ছে বিপর্যয় মোকাবিলাকারী দলকে।