জাতীয় অনূর্ধ্ব ১৫ মহিলা ক্রিকেট, সিকিমের কাছে পরাজিত ত্রিপুরা!!
না জানিয়ে গাড়ি বিক্রি করে দিলো ফিনান্স কোম্পানি, ক্ষোভ!!
অনলাইন প্রতিনিধি:- রাজ্যের সর্বত্র ছড়িয়ে রয়েছে বেসরকারী ফিনান্স কোম্পানি। এই ফিনান্স কোম্পানিগুলির বিরুদ্ধে প্রায়ই প্রতারণার অভিযোগ তুলেন গ্রাহকরা। প্রশাসনও এইসব ফিনান্স কোম্পানিগুলির কাগজপত্র সব ঠিকঠাক আছে কিনা পরীক্ষা করে দেখে না বলে অভিযোগ রয়েছে।শহরের মঠচৌমুহনী এলাকায় এক ফিনান্স কোম্পানির বিরুদ্ধে প্রতারণা করে টাকা লুট করার অভিযোগ তুলেছেন দুইজন গ্রাহক। চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্স কোম্পানির বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন যোগেন্দ্রনগরের বাসিন্দা অমৃত দেব। তিনি ফিনান্স কোম্পানির সামনে গিয়ে ক্ষোভের কথা জানিয়েছেন। তবে তিনি ফিনান্স কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেও, বৃহস্পতিবার রাতে খবর লেখা পর্যন্ত থানায় কোনো মামলা করেননি। অমৃতবাবু জানান, তার বাবা রণবীর দেবের নামে গাড়ির জন্য নয় লক্ষ টাকার ঋণ নিয়েছিলেন চোলামণ্ডলম ইনভেস্টমেন্ট অ্যান্ড ফিনান্স কোম্পানি থেকে। আট মাস আগে তার বাবা রণবীরের মৃত্যু হয়েছে। এরপরও তিনি দুই মাস ঋণের কিস্তির টাকা দিয়েছেন। এরপর নাকি ঋণের টাকা মকুব হওয়ার কথা ছিল। বিমা কোম্পানি থেকে পাল্টা টাকা পাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল ফিনান্স কোম্পানির পক্ষ থেকে। গাড়িটি কিছুদিন আগে মেরামতের জন্য শোরুমে নিয়েছিলেন অমৃতবাবু। কয়েকদিন পর তিনি জানতে পারেন গাড়ি ফিনান্স কোম্পানি নিয়ে গেছে। পরে ফিনান্স কোম্পানিতে গিয়ে জানতে পারেন গাড়িটি বিক্রি করে দেওয়া হয়েছে। অথচ অমৃতবাবুকে কোনো নোটিশ দেওয়া হয়নি। বিনা নোটিশেই গাড়ি বিক্রি করে দেওয়া হয়েছে। এই বিষয়ে ফিনান্স কোম্পানি থেকে স্টেটমেন্ট চাইলে এটাও দেওয়া হয়নি। পরে তিনি জানতে পারেন গাড়িটি তিন লক্ষ টাকায় বিক্রি করে দিয়েছে ফিনান্স কোম্পানি। এই ধরনের প্রতারণার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন অমৃত দেব। তবে তিনি এই বিষয়ে থানায় মামলা করেননি এদিন।অভিযোগ, ফিনান্স কোম্পানিগুলি থেকে ঋণ নিয়ে অনেকেই গাড়ি, বাইক কিনেন। একটি কিস্তি দিতে না পারলেই গাড়ি তুলে নিয়ে যায় ফিনান্স কোম্পানিগুলি। এই গাড়ি আবার বিক্রিও করে দেওয়া হয়। এই ধরনের ব্যবসা রাজ্যে বেড়েছে। রাজ্য সরকার এই সব ঘটনায় তদন্ত করছে না বলে অভিযোগ। এই ধরনের ঘটনায় পরিবহণ দপ্তর এবং পুলিশের কয়েকজন লোক জড়িত বলে অভিযোগ উঠেছে।