August 2, 2025

নাবালিকা অপহরণের ঘটনায় বিক্ষোভ!

 নাবালিকা অপহরণের ঘটনায় বিক্ষোভ!

অনলাইন প্রতিনিধি :-সপ্তম শ্রেণীর নাবালিকা ছাত্রী অপহরণের ঘটনায় যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জানা গেছে গত বুধবার যাত্রাপুর থানার অন্তর্গত বাসপুকুর এলাকার ১৩ বছরের সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক নাবালিকা ছাত্রীকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার সময় সোনামুড়া এন সি নগর এলাকার হুমায়ুন কবির সহ বেশ কয়েকজন যুবক ওই নাবালিকা ছাত্রীটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। পরে নাবালিকা ছাত্রীটির পরিবারের লোকজন যাত্রাপুর থানায় অভিযুক্ত হুমায়ুন কবিরের বিরুদ্ধে লিখিত আকারে অপহরণের মামলা দায়ের করে। কিন্তু আজ ৭২ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও পুলিশ অভিযুক্ত হুমায়ুন কবিরকে গ্রেফতার করা সহ নাবালিকা ছাত্রিটিকে উদ্ধার করতে ব্যর্থতার প্রমাণ দিয়েছে। অভিযোগ যাত্রাপুর থানার পুলিশ উল্টো নাবালিকা ছাত্রীর পরিবারের লোকজনদের হয়রানি করছিল। অবশেষে শুক্রবার সকাল ১০:০০ টায় বাঁশপুকুর উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা সহ এলাকাবাসীরা সোনামুড়া কাঠালিয়া পথ আটকে বিক্ষোভে বসে। বিক্ষোভকারীদের দাবি, অভিযুক্তকে খুব শীঘ্রই গ্রেফতার করে নাবালিকার ছাত্রীটিকে উদ্ধার করতে হবে। এদিকে বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান যাত্রাপুর থানার ওসি সহ পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *