আহমেদাবাদ স্কুলে চাঞ্চল্য: দশম শ্রেণির ছাত্র খুন, অভিযুক্তের গোপন চ্যাট ফাঁস!!
নাগরিক সমস্যা দূরীকরণে দ্রুত ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী!!

অনলাইন প্রতিনিধি :-মুখ্যমন্ত্রী সমীপেষু’ কার্যক্রমের ৫২তম পর্বে কুড়ি আগষ্ট বুধবারও জনতার সমস্যার কথা শুনলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন জেলা এমনকী মহকুমা থেকেও আগত নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। নাগরিকদের স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন অসুবিধা নিরসনে তাৎক্ষণিক আয়ুষ্মান কার্ডের ব্যবস্থা পর্যন্ত করে দেন মুখ্যমন্ত্রী। জমি সংক্রান্ত বেশ কিছু সমস্যারও এদিন সমাধান করে দেন মুখ্যমন্ত্রী।
‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কার্যক্রমে তাদের সমস্যার তাৎক্ষণিক সমাধান করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। এদিন প্রতাপগড়ের শিখা দেবনাথ আসেন তার মেয়ে তমন্না দেবনাথের শারীরিক সমস্যা নিয়ে। মুখ্যমন্ত্রী তমন্না দৈবনাথের সমস্যা সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থার উদ্যোগ নেওয়ার জন্য উপস্থিত স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেন। এছাড়াও তেলিয়ামুড়ার চাকমাঘাটের বাসিন্দা সুবল দাস তার শিশুপুত্রের চিকিৎসার সাহাৰ্য্যার্থে আসেন মুখ্যমন্ত্রীর দরবারে। ব্লাড ক্যান্সারে আক্রান্ত পাঁচ বছর বয়সী ছেলের জন্য মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা সাথে সাথেই ক্যান্সার হাসপাতালের এমএস -কে সুবল দাসের ছেলের চিকিৎসায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর দরবারে এদিন কুমারঘাটের বচন দেববর্মা, কৈলাসহরের কৃষ্ণ দেবনাথ, বাধারঘাটের নিরোধ বিহারী দাস, গণ্ডাতুইসার লিটন সাহা সহ যারাই আসেন মুখ্যমন্ত্রী তাদের সমস্যা এবং পরিস্থিতি সম্পর্কে অবগত হয় তাদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সচিব কিরণ গিত্যে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের সচিব তাপস রায়, মুখ্যমন্ত্রী সচিব ড. পি কে চক্রবর্তী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডা. তপন মজুমদার, জিবি হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শংকর চক্রবর্তী, অটল বিহারী বাজপেয়ী রিজিওন্যাল ক্যান্সার হাসপাতালের মেডিক্যাল সুপার ডা. শিরমণি দেববর্মা, আইজিএম হাসপাতালের সুপার ডা. দেবশ্রী দেববর্মাও উপস্থিত ছিলেন।