August 2, 2025

ধর্মনগরে ভবঘুরে মহিলার লাশ উদ্ধার!!

 ধর্মনগরে ভবঘুরে মহিলার লাশ উদ্ধার!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি || শুক্রবার ভোরে ধর্মনগর শহরে জুড়ি ব্রিজের পাশে এক ভবঘুরে মহিলার লাশ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগর শহরে। সকালে রাস্তার ধারে ওই ভবঘুরে মহিলাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন এক অটো চালক। তিনি ঘটনাটি প্রত্যক্ষ করে ধর্মনগর দমকল অফিসে খবর দেন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকা মহিলাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এক দমকল কর্মী জানিয়েছেন, মৃত ওই ভবঘুরে মহিলার নাম জবা মাহিষ্য দাস বাড়ি ধর্মনগর কলেজ রোডে। তিনি দীর্ঘ দিন ধরে ওই রাস্তার পাশে বসবাস করতেন। দমকল বাহিনী সহ স্থানীয় মানুষের ধারণা ঘুমন্ত অবস্থায় ওই মহিলার উপর দিয়ে কোন গাড়ি চলে গিয়েছে যার ফলে মহিলার মৃত্যু ঘটেছে। এদিকে এই ঘটনা সামনে আসার পর জেলা হাসপাতালে ছুটে যায় ধর্মনগরের কেয়ার অফ ফুটপাথ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। ঘটনাস্থল ও দমকল অফিসে যোগাযোগ করে সম্পূর্ণ ঘটনা সম্পর্কে অবগত হয়ে ধর্মনগর মহিলা থানার পুলিশের সাথে দেখা করে এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানায়। মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে কেয়ার অফ ফুটপাথ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *