প্রতিশ্রুতির খেলাপ, হতাশায় যুব সমাজ,বাড়ছে বেকারের সংখ্যা, অধরা নিয়োগ!!
দৈন্যদশায় গণ্ডাছড়া হাসপাতাল মা-শিশুর উপর ভেঙে পড়লো ছাদ!!

অনলাইন প্রতিনিধি :-ধলাই জেলার গণ্ডাছড়া মহকুমায় অবস্থিত মহকুমা হাসপাতালটি স্থানীয় বাসিন্দাদের জন্য একমাত্র প্রধান স্বাস্থ্যসেবা কেন্দ্র। হাসপাতালটি দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। যার ফলে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। সাতাশ আগষ্ট একটি ভয়াবহ ঘটনা ঘটেছে। যেখানে এক প্রসূতি মা ও তার সদ্যোজাত শিশুর উপর হাসপাতালের ছাদের একটি অংশ ধসে পড়ে। অল্পের জন্য তারা রক্ষা পেলেও এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা ও পরিকাঠামোগত দৈন্যদশা সামনে এনেছে।
জানা গেছে, সাতাশ আগষ্ট সকালে গণ্ডাছড়া মহকুমা হাসপাতালের লেবার রুমে একটি প্রসব সম্পন্ন হয়। প্রসবের পর মা ও সদ্যোজাত শিশুকে লেবার রুমের পাশের একটি কক্ষে স্থানান্তর করা হয়। হঠাৎ করেই হাসপাতালের ছাদের একটি বড় অংশ ধসে পড়ে প্রসূতি মায়ের উপর। ঘটনায় হাসপাতালে হৈচৈ পড়ে যায়। দৌড়ঝাঁপ শুরু হয়। কর্তব্যরত স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। সৌভাগ্যবশত ধসে পড়া অংশটি অল্পের জন্য শিশুর উপর পড়েনি। এতে মা-শিশু উভয়েই রক্ষা পান। এই ঘটনায় হাসপাতালের বেহাল ও পরিকাঠামোগত দৈন্যদশা সামনে এসেছে।
এর আগেও হাসপাতালে একাধিক অনুরূপ ঘটনা ঘটেছে যেখানে রোগীদের উপর ছাদের অংশ খসে পড়েছে।ঘটনা
শুধুমাত্র একটি দুর্ঘটনা নয় বরং দীর্ঘদিনের অবহেলার ফলাফল। গণ্ডাছড়া মহকুমা হাসপাতালটি একমাত্র মহকুমা স্তরের হাসপাতাল যা আশপাশের গ্রামীণ এলাকার হাজার হাজার জাতি জনজাতি অংশের মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করে। দীর্ঘদিন ধরে এটি বেহাল ও বিপজ্জনক অবস্থায় পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি ছিল হাসপাতালটি মেরামত করার, কারণ পুরনো ভবনের ছাদ, দেওয়াল এবং অন্যান্য অংশ দুর্বল হয়ে পড়েছে।
গত বুধবার স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা গণ্ডাছড়া সফরে আসেন এবং হাসপাতালের অবস্থা খতিয়ে দেখেন। এছাড়া গত বাইশ আগষ্ট তথ্যভিত্তিক সংবাদ প্রকাশ হয় দৈনিক সংবাদ পত্রিকায়। সংবাদ প্রকাশিত হওয়ার পর স্বাস্থ্য দপ্তর সক্রিয় হয়ে ওঠে। একটি জরুরি পরিষেবা কেন্দ্রে এতটা অবহেলা কেন? মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা ২০২৫ সালে স্বাস্থ্য পরিকাঠামো শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। নতুন হাসপাতাল নির্মাণ এবং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলির উন্নয়ন। বিরোধীদের অভিযোগ, বিজেপি সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে।
একমাত্র মহকুমা হাসপাতালের কঙ্কালসার অবস্থা গণ্ডাছড়া মহকুমার জনগণকে একাধিক পরিষেবা থেকে বঞ্চিত করছে। স্থান সংকটের কারণে অনেক পরিষেবা বন্ধ হয়ে পড়েছে যেমন জরুরি চিকিৎসা এবং অন্যান্য বিভাগ। মহকুমায় স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা বাড়ছে কর্মীস্বল্পতা, চিকিৎসকের অভাব, অর্থাভাব এবং পরিকাঠামোগত দুর্বলতা।