August 5, 2025

দৈনিক সংবাদ সাংবাদিককে হুমকি!!

 দৈনিক সংবাদ সাংবাদিককে হুমকি!!

অনলাইন প্রতিনিধি:-জম্পুই পাহাড়ে রাস্তা নির্মাণে ব্যাপক দুর্নীতি!! এই তথ্য মূলক সংবাদ দৈনিক সংবাদ অনলাইনে প্রকাশ হতেই মেবাইলে দৈনিক সংবাদের কাঞ্চনপুর প্রতিনিধিকে রীতিমতো হুমকি দেওয়া হলো। নেশা গ্রস্ত হয়ে বিমল চক্রবর্তী নামে জনৈক ব্যক্তি শনিবার রাতে এই হুমকি দেয়। কেন সংবাদ পরিবেশন করা হলো? এবং ভিডিও তোলা হলো? এই অভিযোগে সাংবাদিককে হুমকি দেন ওই ব্যাক্তি!! সাংবাদিক ওই ব্যক্তিকে বলেন, রাস্তা নির্মাণে ব্যাপক দূর্নীতি হচ্ছে, এই অভিযোগ তুলে স্হানীয় জনগণ রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করে। এতে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সেই খবর প্রকাশ করেছে দৈনিক সংবাদ অনলাইন। এটা সংবাদ মাধ্যমের দায়িত্ব এবং কর্তব্য। শুনুন, মোবাইলের ট্রুকলারে ভেসে উঠা জনৈক বিমল চক্রবর্তী সাংবাদিককে কি বলছেন..?উল্লেখ্য, কাঞ্চনপুর মহকুমার জম্পুই পাহাড়ের ভাংমুন আর ডি ব্লকের আওতাধীন মনপুই থেকে দামছড়ায় পি ডাব্লিউ ডি রাস্তার কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ এলাকাবাসী কাজ বন্ধ করে দিয়েছে। নিম্নমানের পাথর এবং স্লেট পাথরের চিপস ব্যবহার করে রাস্তার কাজ করা হচ্ছে। তারই প্রতিবাদে শুক্রবার ভাংমুন বিএসসি চেয়ারম্যানের নেতৃত্বে জম্পুই পাহাড়ের কয়েকশত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হয়। এতে বিপর্যস্ত হয়ে পড়ে জম্পুই পাহাড়ের জন জীবন। এই রাস্তার কাজে বরাদ্দ ৮৮ কোটি টাকা। গত বছর এই রাস্তার ভার্চুয়াল শিলান্যাস করেছেন দেশের রাষ্ট্রপতি দ্রোপদি মুর্মু। এই খবরই সম্প্রচার করেছিল দৈনিক সংবাদ অনলাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *