October 27, 2025

দেশের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না বলে জানাল সুপ্রিম কোর্ট!!

 দেশের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না বলে জানাল সুপ্রিম কোর্ট!!

অনলাইন প্রতিনিধি :-দেশের প্রধান বিচারপতির দিকে জুতো ছোড়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে না বলে জানাল সুপ্রিম কোর্ট। আদালতের মতে, এমন পদক্ষেপ নিলে অভিযুক্ত আইনজীবী অযথা গুরুত্ব পেয়ে যাবেন এবং ঘটনাটি অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হবে।
ঘটনাটি ঘটে গত ৬ অক্টোবর। ৭১ বছর বয়সি আইনজীবী রাকেশ কিশোর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গবইয়ের দিকে জুতো ছুড়ে মারার চেষ্টা করেন। প্রধান বিচারপতির সঙ্গে তখন বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, রাকেশ কিশোর সত্যিই জুতো ছুড়ে মারার চেষ্টা করেছিলেন, আবার কেউ বলেছেন, তিনি আসলে কাগজের বান্ডিল ছুড়েছিলেন।
এই ঘটনার পর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন আদালত অবমাননার অভিযোগে মামলা দায়ের করে। সোমবার মামলাটির শুনানি হয় বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চে। বেঞ্চের পর্যবেক্ষণ, আদালতের ভেতর স্লোগান দেওয়া বা জুতো ছোড়ার মতো ঘটনা অবশ্যই আদালত অবমাননার পর্যায়ে পড়ে, তবে এ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা বিচারপতির সিদ্ধান্তের উপর নির্ভর করে।
বিচারপতিরা জানিয়েছেন, “আমরা মনে করি, ঘটনাটিকে আর টেনে নিয়ে যাওয়া ঠিক হবে না। আদালত অবমাননার নোটিস জারি করলে বরং ওই আইনজীবীকে অযথা গুরুত্ব দেওয়া হবে।”
তবে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কিছু নির্দিষ্ট নিয়ম বা নির্দেশিকা (গাইডলাইন) তৈরি করা যায় কি না, তা নিয়ে ভাবছে আদালত। এর জন্য দেশের বিভিন্ন আদালতে এর আগে এমন জুতো ছোড়ার ঘটনা ঘটেছে কি না, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করতে সলিসিটর জেনারেল তুষার মেহতাকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *