August 2, 2025

দেশের প্রথম ব়্যাপিড এক্স ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!!

 দেশের প্রথম ব়্যাপিড এক্স ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী!!

বন্দে ভারতের পর এবার নমো ভারত। বুলেট ট্রেনের আগে মিনি বুলেট ট্রেন। মহাষষ্ঠীতে যোগ হল দেশের আধুনিক যাতায়াত ব্যবস্থায় নয়া মুকুট।( Regional Rapid Transit System-) এটি দিল্লি থেকে গাজিয়াবাদ-মিরাটের মধ্যে চলা দেশের প্রথম ব়্যাপিড এক্স রেল। একে অনেকেই বলছেন মিনি বুলেট ট্রেন । এই RRTS-এর প্রথম পর্যায়ে শাহিবাদাদ-দুহাই ডিপোর মধ্যে ১৭ কিলোমিটার লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সঙ্গে এই রেলের উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভারতের এই প্রথম ব়্যাপিডএক্স ট্রেনের নাম রাখা হয়েছে ‘নমো ভারত’।
এখন প্রতি ১৫ মিনিট অন্তর চলবে ব়্যাপিড এক্স ট্রেন। ২০২৫ সালের এপ্রিলের মধ্যে দিল্লি থেকে মিরাটের মধ্যে ব়্যাপিড এক্স ট্রেনের পুরো লাইনের উদ্বোধন হয়ে যাবে। এই করিডোরের মোট দৈর্ঘ্য ৮২ কিলোমিটার, যার মধ্যে ১৪ কিলোমিটার দিল্লিতে, আর ৬৮ কিলোমিটার উত্তর প্রদেশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *