রঞ্জিতবাবু জেনেভা গিয়েছিলেন,কোন দেশের পাসপোর্টে? জানতে চায় ত্রিপুরাবাসী!!
দেশজুড়ে গজিয়ে ওঠেছে ভুয়ো বিশ্ববিদ্যালয়, দাবি ইউজিসির!!
অনলাইন প্রতিনিধি :-২২টি ভুয়ো শিক্ষাপ্রতিষ্ঠান মানুষের কাছে বিশ্ববিদ্যালয় বলে দাবি করেছে। যার সবচেয়ে বেশি প্রভাব দেখা গিয়েছে দিল্লিতে। সেখানে মোট ৯টি শিক্ষা প্রতিষ্ঠানকে ভুয়ো হিসাবে চিহ্নিত করেছে ইউজিসি। ৫টি ভুয়ো বিশ্ববিদ্যালয়ের খোঁজ মিলেছে যোগীরাজ্য উত্তর প্রদেশে। এছাড়াও কেরল, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে মিলেছে দু’টি করে এবং মহারাষ্ট্র-পুদুচেরিতে মিলেছে একটি করে ভুয়ো বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই ভুয়ো প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলিকে চিঠি পাঠিয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলেছে ইউজিসি।পশ্চিমবঙ্গে সন্ধান মিলেছে দু’টি বিশ্ববিদ্যালয়ের দুটিই যুক্ত মেডিসিন-শিক্ষার সঙ্গে। একটি হল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন, অন্যটি হল ইনস্টিটিউট অব অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ।