ঘর ভাঙছে বিজেপির,পাহাড়ে একটিই রাজনৈতিক দল থাকবে ‘তিপ্রা মথা’: প্রদ্যোত!!
দেড় বছরেও হয়নি স্টিল ব্রিজ,নৌকা করেই নদী পার হতে হচ্ছে ছাত্রছাত্রীদের!!
অনলাইন প্রতিনিধি :-দেড় বছরেও গড়ে উঠলো না জিরতলি এলাকার মেরুন টিলা সংলগ্ন মুহুরী নদীর উপর স্টিল ব্রিজ। এর ফলে উত্তর সোনাইছড়ি থেকে যেসব ছাত্রছাত্রী জিরতলি স্কুলে পড়াশোনা করছে বা ওই এলাকার বসবাসকারীরা যারা জিরতলি বাজার থেকে বিভিন্ন সামগ্রী ক্রয় করার জন্য বা রুজি রোজগারের কাজে আসা-যাওয়া করছেন তারা সহ সংশ্লিষ্টরা তীব্র দুর্ভোগের সম্মুখীন। ছাত্রছাত্রীদের নৌকা করে নদী পেরিয়ে আসতে হচ্ছে। তেমনি এলাকাবাসীদের যাতায়াতের ক্ষেত্রে একই অবস্থা।
জিরতলি মেরুন টিলা সংলগ্ন মুহুরী নদীর উপর যে স্টিল ব্রিজ ছিল সেটা ২০২৪ আগষ্ট বন্যার সময় তলিয়ে যায়। তারপরে সেটি আর নির্মাণ করা হয়নি।তৎকালীন জেলাশাসক স্মৃতি মল এমএস, মহকুমা প্রশাসনের ডিসিএম অরিজিৎ পাল, সঞ্জয় শীল, ভারতচন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, ভারতচন্দ্রনগর তৎকালীন সমষ্টি উন্নয়ন আধিকারিক কাবেরী নাথ সহ পদস্থরা এলাকায় এসে বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করে যান। গ্রামীণ উন্নয়ন দপ্তরের নির্বাহী বাস্তুকার থেকে শুরু করে পদস্থদের এই স্টিল ব্রিজ নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন এবং মহকুমা প্রশাসন থেকে অবহিত করা হয়। আর ডি দপ্তর থেকে মেরুন টিলা, জিরতলি এবং উত্তর সোনাইছড়ি যোগাযোগের জন্য যাতে এলাকাবাসীর এবং ছাত্রছাত্রীদের আসা-যাওয়ার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা গড়ে তোলা যায় এর জন্য বাঁশের সাঁকো নির্মাণের প্রস্তাব পাঠানো হয়।কিন্তু জেলা শাসক মুহুরী নদীর উপর এই বাঁশের সাঁকো নির্মাণের অনুমতি দেয়নি।জানানো হয় বিশেষ করে ছাত্রছাত্রীরা বাঁশের সাঁকো দিয়ে পারাপারের সময় নদীতে জল বেশি হলে তা তলিয়ে যেতে পারে। এই ঝুঁকিতে তা অনুমোদন দেওয়া হয়নি তখন। এরপর থেকে স্টিল ব্রিজ নির্মাণের আর কোনো পদক্ষেপ না থাকায় ছাত্রছাত্রীসহ সংশ্লিষ্ট এলাকাবাসীদের নদীর উপর দিয়ে
পারাপারের ক্ষেত্রে তীব্র দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। বর্তমানে নদীতে জল কম থাকলেও অনেক নৌকা করে কেউবা পায়ে হেঁটে পারাপার চ্ছে। এলাকাবাসীর দাবি শীঘ্রই যাতে খানে আগের মতো স্টিল ফুট ব্রিজ র্মাণ করে দেওয়া হয়। অন্তত ত্রছাত্রী এবং সংশ্লিষ্ট এলাকাবাসীর তায়াতের স্বার্থে।