August 3, 2025

দুর্ঘটনায় মৃত্যু পুত্রের, আহত মা সহ দুই!!

 দুর্ঘটনায় মৃত্যু পুত্রের, আহত মা সহ দুই!!

মর্মান্তিক বাইক দুর্ঘটনায় প্রাণ গেলো এক যুবকের গুরুতর আহত দুই। মৃত যুবকের নাম কর্নেল হোসেন(৩০)। বাড়ি পানিসাগর মহকুমার চামটিলা এলাকার রোয়া পার্ক সংলগ্ন এলাকায়। সোমবার সন্ধ্যায় চুড়াইবাড়িস্থিত মামার বাড়ি থেকে মা নাজিয়া বেগমকে (৪৬) নিয়ে টিআর ০৫ বি ৭১২৪ নম্বরের একটি পালসার বাইকে করে বাড়ি ফেরার পথে ইছাই লালছড়া পঞ্চায়েতের সামনে আবদুল সত্তার (৬৫) নামে এক ব্যক্তি রাস্তা পার হতে গেলে তার সাথে বাইকের ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধ আবদুল সত্তার। আবদুল সত্তারের বাড়ি কুর্তি রাজনগর দুই নম্বর ওয়ার্ডে। ধাক্কা লাগার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে থাকা মা ও ছেলে বেশ খানিকটা দুরে ছিটকে পড়ে। তিন জনকেই উদ্ধার করে কদমতলা হাসপাতালে পাঠায় স্হানীয়রা। চিকিৎসক বাইক চালককে মৃত বলে ঘোষণা করে। অন্য দুই জনের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *