দুর্গাপুজোর সময় পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা,রাজধানীতে যানজটে নাজেহাল মানুষ!!

অনলাইন প্রতিনিধি :-আসন্ন দুর্গাপুজোকে সামনে রেখে শুরু হবে বাজারে কেনাকাটি।বাজারকে ঘিরে চলবে উন্মাদনা। দোকানে দোকানে, শপিংমলগুলিতে বাড়বে ভিড়। তার সাথে ট্রাফিক অব্যবস্থার আশঙ্কা করছে পথ চলতি ও শহরবাসীরা। বেআইনিভাবে বাইক ও গাড়ি পার্কিং সহ দোকানের সামনে ফুটপাতে বিভিন্ন সামগ্রী রাখার ফলে পথচারীদের চলাচলে অসুবিধা হয়। ভেঙে পড়ে ট্রাফিক ব্যবস্থা। শহরের বিভিন্ন এলাকায় দেখা যায়, বাইকচালকরা বেপরোয়াভাবে ফুটপাত ও উল্টোপথ দিয়ে চলাচল করেছে।একাংশ গাড়ি চালকেরা নিয়মের তোয়াক্কা না করে যেখানে সেখানে গাড়ি পার্কিং করে রাখছে। এসব কারণে মূল সড়ক সংকুচিত হয়ে যানজট দীর্ঘ হতে থাকে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও প্রধান সড়কগুলিতে যানজট এখন নিত্যদিনের ঘটনা। অফিসের সময়, স্কুল-কলেজ ছুটির সময় এবং সন্ধ্যা বেলায় এই জট সবচেয়ে বেশি হয়। বিশেষ করে বাজার এলাকার অবস্থা আরও বেহাল। দোকানদারেরা তাদের সামগ্রীও ফুটপাত সহ অনেক সময় রাস্তাতেও রেখে দেয়। ফলে বাজারে আসা সাধারণ মানুষ বাধ্য হয় ফুটপাত ছেড়ে রাস্তায় নামতে।যা
বাড়তি ঝুঁকি তৈরি করছে। অনেক সময় শিশু ও বৃদ্ধদের চলাচল বিপজ্জনক হয়ে পড়ছে। শকুন্তলা রোড, কামান চৌমুহনী, মহারাজগঞ্জ বাজার, বটতলা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বেআইনিভাবে গাড়ি ও বাইক পার্কিং করার ফলে যানজটের মাত্রা আরো বেড়ে যায়। এক পথচারী বলেন, ‘দাদা ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার কোনও উপায় নেই। একদিকে দোকানের মালপত্র, অন্যদিকে রাস্তায় পার্ক করা গাড়ি – আমরা কোন্ দিকে যাব? অন্য দিকে, ট্রাফিক পুলিশের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। গুরুত্বপূর্ণ মোড়গুলিতে পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক সদস্য না থাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে প্রশাসন।
এক প্রাক্তন ট্রাফিক অফিসার বলেন,
‘মানুষ নিয়ম না মানলে, ট্রাফিক পুলিশ সংখ্যা কম থাকাতে আমাদের কিছু করার থাকে না। আমরা চাইলেও সব জায়গা এক সাথে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না।’ এই পরিস্থিতিতে নগর পরিকল্পনাবিদ ও নাগরিকদের দাবি, দ্রুত কঠোর ট্রাফিক পরিষেবা উন্নত করতে হবে। বেআইনি পার্কিং ও ফুটপাত দখল এর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা, আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা বা জরিমানা করা সহ পর্যাপ্ত ট্রাফিক পুলিশ নিয়োগ করতে হবে।
শহরবাসীর অভিমত, শুধু উন্নয়ন নয় – চলাচলের পরিবেশও একটি শহরের মানদণ্ড। তারা চান, সরকার ও প্রশাসন বিষয়গুলিকে গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক।