August 2, 2025

দুরন্ত এক্সপ্রেসের ৪টি বগিতে দুস্কৃতি হানা‌!!

 দুরন্ত এক্সপ্রেসের ৪টি বগিতে দুস্কৃতি হানা‌!!

অনলাইন প্রতিনিধি :- ফের চলন্ত ট্রেনে চুরি ৷ এবার ঘটনাস্থল বিহার।গয়া-ডিডিইউ রেল সেকশনের রফিগঞ্জ পোস্টের আওতাধীন পারাইয়া-কাশ্তা স্টেশনের মধ্যে ট্রেনের ৪ টি বগিতে যাত্রীদের মোবাইল ফোন এবং অন্যান্য জিনিসপত্র চুরির অভিযোগ উঠেছে ৷ ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়।রেল সূত্রে দাবি, রবিবার রাত ১টা ৫ মিনিটে আনন্দ বিহার ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসে এই ঘটনাটি ঘটে । সে সময় দুরন্ত এক্সপ্রেস নয়াদিল্লির আনন্দ বিহার থেকে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিল। দুষ্কৃতীরা জিনিসপত্র নিয়ে পালিয়ে গেলে ভুক্তভোগী যাত্রীরা আরপিএফ রফিগঞ্জকে এই ঘটনা সম্পর্কে অভিযোগ করেন । তারপরেই তদন্তে নামে রেল পুলিশ ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *