অন্ধ্রপ্রদেশের মন্দিরে একাদশীর ভিড়ে পদপিষ্ট, মৃত অন্তত সাত!শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর!!
দুবাইয়ের নতুন মহা-প্রকল্প, ছাপিয়ে যাওয়ার সম্ভাবনা বুর্জ খলিফাকেও!!
অনলাইন প্রতিনিধি :-দুবাইয়ের আগামী প্রকল্প বুর্জ খলিফার থেকেও “বৃহৎ এবং সুন্দর” হতে পারে—এমনটাই ইঙ্গিত দিলেন এমিরেটস এয়ারলাইন্সের প্রেসিডেন্ট স্যার টিম ক্লার্ক। পিয়ার্স মরগানের সঙ্গে বৈঠকে বসে উনার বক্তব্য এমন কিছু আসতে পারে যা বুর্জ খলিফার চেয়েও বড় এবং বেশি মনোমুগ্ধকর। চার দশক ধরে দুবাইয়ের পরিবর্তন দেখেছেন ক্লার্ক। এক সময়কার একটি আঞ্চলিক বাণিজ্যকেন্দ্র কীভাবে একটি বৈশ্বিক কেন্দ্রে পরিণত হয়েছে, তা নিয়ে আলোচনার সময় এই মন্তব্য করেন তিনি।