August 2, 2025

দুন এক্সপ্রেসে বাঙালি পর্যটকের উপর ১০০ জন দুস্কৃতির হামলা!!

 দুন এক্সপ্রেসে বাঙালি পর্যটকের উপর ১০০ জন দুস্কৃতির হামলা!!

অনলাইন প্রতিনিধি :-কেদারনাথ ঘুরে ফিরছিলেন ১৫ জন বাঙালি পর্যটক। পর্যটকের দলটি রবিবার রাতে ঋষিকেশ থেকে দুন এক্সপ্রেসে S9 কামরায় ছিলেন। অভিযোগ, সোমবার রাতে বেনারস থেকে এক যাত্রী ওই কামরায় চড়েন। আগে থেকে সংরক্ষণ না থাকলেও জোর করে ওই যাত্রীদের আসনে বসে পড়েন। জানলা দিয়ে গুটখার পিক ফেলায় তাঁকে বারণ করেন যাত্রীরা। আর সেই অভিযোগই কাল হয়ে উঠে। ওই যাত্রী হুমকি দেন, ভাবুয়া রোড এলে দেখিয়ে দেবেন। মোবাইলে একের পর এক ফোন করে তিনি লোকজনকে স্টেশনে আসতে বলেন। বিহারের কুন্দ্রা স্টেশনে ট্রেনটি ঢোকার সময় রানিংয়ে পঞ্চাশজনের মতো মানুষ ট্রেনটিতে ওঠে। তাঁদের হাতে লাঠি, হকি স্টিক, উইকেট, বেল্ট, ধারালো অস্র, পিস্তল নিয়ে আসে। তাই দিয়ে বেধড়ক মারধর করা হয় বাঙালি পর্যটকদের। বাইরে তখন আরও শ খানেক দুস্কৃতি তারা রীতিমতো জানলা দিয়ে লাঠি দিয়ে খোঁচা মারছিল। এতে মহিলাদের হাত, মুখ কেটে যায়। যাত্রীদের কারও মাথা ফেটে যায়, ঘাড়ে লাগে, হাত ফুলে যায়। ট্রেনের ভিতরে তাণ্ডব চালিয়ে ছিন্তাই ও লুটপাট করে নেমে যায়। রেল মদতে’ ফোন করেও কোনওরকম সহযোগিতা পাননি বলে যাত্রীদের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *