August 1, 2025

দুটি স্বর্ণ ও আটটি ব্রোঞ্জ পদক জয় ত্রিপুরার!!

 দুটি স্বর্ণ ও আটটি ব্রোঞ্জ পদক জয় ত্রিপুরার!!

দৈনিক সংবাদ অনলাইন প্রতিনিধি।। গত ২৭ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত চতুর্থ উত্তর পূর্বাঞ্চল স্টাইল মার্শাল আর্ট চ্যাম্পিয়নশিপ ২০২২ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে দুটি স্বর্ণ পদক, আটটি ব্রোঞ্জ পদক জয় করে রাজ্যের নাম উজ্জ্বল করলো ধর্মনগরের দশজন ক্ষুদে কুংফু খেলোয়াড়। এই প্রতিযোগিতায় উত্তর পূর্ব ভারতের সবকটি রাজ্য সহ পশ্চিমবঙ্গের খেলোয়াড়রা অংশগ্রহণ করে। এর মধ্যে সেরা দলের শিরোপা অর্জন করে আসাম রাজ্য। এই প্রতিযোগিতা আসামের লামডিং শহরের বিবেকানন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রাজ্যের ঋষিতা দেবনাথ (১৪) অঙ্কিতা দাস (১৫) স্বর্ণ পদক অর্জন করে।

এছাড়াও জ্যোতির্ময় সরকার, রেশমি মজুমদার, সুচারিতা মজুমদার, প্রিয়ম নাথ, বৃষ্টি রুদ্র পাল, শৌভিক কান্তি সিংহ, সায়নি বণিক ব্রোঞ্জ পদক অর্জন করে। প্রতিযোগিতা শেষে শুক্রবার বিকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধর্মনগরে আসে রাজ্যের এই কুংফু দল। ধর্মনগর কুংফু স্কুলের কোচ সিফু সুজন বণিক জানিয়েছেন, রাজ্য থেকে এই দলে মোট ১২ জন খেলোয়াড় অংশ গ্রহণ করেছিল, তাদের মধ্যে ১০ জন পদক জয় করে। রাজ্যে প্রতিনিধিত্ব করা এই খেলোয়াড়দের জয়ের আনন্দে খুশীর বাতাবরণ পরিবার পরিজন সহ ধর্মনগরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *