December 11, 2025

দিল্লীতে ইন্টার জোন্যাল ক্যারাটে,১ম দিনেই চমক বিরাজের!!

 দিল্লীতে ইন্টার জোন্যাল ক্যারাটে,১ম দিনেই চমক বিরাজের!!

অনলাইন প্রতিনিধি :-দিল্লীতে আয়োজিত কিও অল ইন্ডিয়া ইন্টার জোন্যাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে উত্তর-পূর্বাঞ্চলের হয়ে রাজ্যের বিরাজ বণিক বড়সড় সাফল্য পেলো।নিউদিল্লীর তালকোটরা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় আজ প্রথম দিনে সাব-জুনিয়র বিভাগে ৮ বছর বয়স গ্রুপে ২০ কেজিতে বিরাজ বণিক দুর্দান্ত লড়াই করে কুমিতে অর্থাৎ ফাইটিং ইভেন্টে রৌপ্য এবং কাতা তথা আর্টিস্টিক ইভেন্টে ব্রোঞ্জ পদক লাভ করেন। এটা রাজ্যের ক্যারাটের ইতিহাসে অন্যতম বড় সাফল্য বলা যায়।
উল্লেখ্য রাজ্যের ক্যারাটে খেলার ইতিহাসে এই প্রথম কেউ উত্তর-পূর্বাঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে জোড়া পদক অর্জন করেছে। বিরাজের এই সাফল্যে রাজ্যের ক্যারাটে খেলোয়াড় থেকে শুরু করে অভিভাবকরা দারুণ খুশি। এই সাফল্যের জন্য ইউনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিরাজ বণিককে শুভেচ্ছা জানানো হয়েছে।উনাইটেড অল স্টাইল ক্যারাটে ত্রিপুরা অ্যাসোসিয়েশনের কাচেস কাউন্সিল অ্যান্ড সিলেকশন কমিটির সদস্য কৃষ্ণ দে আজ এ খবর জানান। উল্লেখ্য আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। প্রসঙ্গত, গত ১১-১২ অক্টোবর অরুণাচল প্রদেশের ইটানগরে উত্তর-পূর্বাঞ্চল আঞ্চলিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপে রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করে বিরাজ বণিক এই স্বর্ণ পদক ও ব্রোঞ্জ পদক অর্জন করেছিল।আর এর সুবাদেই বিরাজ বণিক জাতীয় আসরে উত্তর-পূর্বাঞ্চলের হয়ে প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *