দিল্লির বিস্ফোরণ পর কলকাতাতেও হাই-অ্যালার্ট!
অনলাইন প্রতিনিধি :- দিল্লির ঘটনার জেরে কলকাতা পুলিশ প্রতিটি থানাকে সর্তক করল । পেট্রোলিং ও নাকা চেকিং করে নজরদারির নির্দেশ লালবাজারের। মেট্রো স্টেশনগুলির কাছে নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে। একইসঙ্গে নজরদারিও বাড়ানো হচ্ছে। গোটা শহরজুড়েই জোরকদমেই চলবে নাকা তল্লাশি।